Wednesday, August 20, 2025

‘পাকা জামিন’ খারিজ টাওয়ার কর্তার, লক্ষ্য এবার রাজীব কুমারের মামলার দিকে

Date:

সিবিআইয়ের সঙ্গে সহযোগিতা না করার অভিযোগে ২১মাস পরে সুপ্রিম কোর্ট জামিন খারিজ করেছে টাওয়ার গোষ্ঠীর কর্ণধার রামেন্দু চট্টোপাধ্যায়ের। অভিযুক্তের ‘পাকা জামিন’ সুপ্রিম কোর্ট খারিজ করার পরে উৎসাহিত হয়েছে সিবিআই। কারণ ইতিমধ্যে সিআইডি প্রধান রাজীব কুমারের জামিনকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছে সিবিআই। তদন্তকারী সংস্থার ধারণা, রামেন্দু মামলার উদাহরণ রাজীব কুমার মামলাতে তাদের সাহায্য করবে।

বেআইনি চিটফান্ড সংস্থারগুলির বিরুদ্ধে তদন্তে নেমে সিবিআই পশ্চিমবঙ্গ ও ওড়িশা থেকে টাওয়ার গোষ্ঠীর প্রচুর সম্পত্তির হদিস পায়। যার পরিমাণ প্রায় ২৫৬কোটি টাকা। এরমধ্যে ১৬ কোটি টাকা রয়েছে যা আমানতকারীদের তারা ফেরত দেয়নি। ২০১৬-র ১০মার্চ রামেন্দু চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয় এবং তার সম্পত্তি বিক্রি করে আমানতকারীদের টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হয়। ২০১৭-র ৯মে তারিখে অন্তর্বর্তীকালীন জামিন পান রামেন্দু, এবং ২০১৮-র ১৫ ফেব্রুয়ারি কটক থেকে তার পাকা জামিন মঞ্জুর হয়। জামিনের শর্ত হিসেবে টাওয়ার কর্তা জানিয়েছিলেন, পশ্চিমবঙ্গে এস পি তালুকদার কমিটি অর্থলগ্নি সংস্থাগুলির সম্পত্তি বিক্রি করে আমানতকারীদের টাকা ফেরতের ব্যবস্থা করছে। সংস্থা এই কাজে সহযোগিতা করতে চায়। কিন্তু বিচারপতি তালুকদার গত আগস্ট মাসে সিবিআইকে চিঠি লিখে জানিয়ে দেন টাওয়ার গোষ্ঠীর কোনও সম্পত্তির হদিশ পাননি। তারপরেই সিবিআই টাওয়ার কর্তারা জামিন খারিজের আবেদন জানায়। বৃহস্পতিবার যা মঞ্জুর করে সুপ্রিম কোর্ট। সিআইডি প্রধান রাজীব কুমারের জামিনকে চ্যালেঞ্জ জানিয়েও সুপ্রিম কোর্টে গিয়েছে সিবিআই। এই মামলার পরিপ্রেক্ষিতে রাজীব কুমারের মামলাও কিন্তু আকর্ষণীয় পর্যায়ে পৌঁছল।

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...
Exit mobile version