Wednesday, November 5, 2025

‘পাকা জামিন’ খারিজ টাওয়ার কর্তার, লক্ষ্য এবার রাজীব কুমারের মামলার দিকে

Date:

সিবিআইয়ের সঙ্গে সহযোগিতা না করার অভিযোগে ২১মাস পরে সুপ্রিম কোর্ট জামিন খারিজ করেছে টাওয়ার গোষ্ঠীর কর্ণধার রামেন্দু চট্টোপাধ্যায়ের। অভিযুক্তের ‘পাকা জামিন’ সুপ্রিম কোর্ট খারিজ করার পরে উৎসাহিত হয়েছে সিবিআই। কারণ ইতিমধ্যে সিআইডি প্রধান রাজীব কুমারের জামিনকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছে সিবিআই। তদন্তকারী সংস্থার ধারণা, রামেন্দু মামলার উদাহরণ রাজীব কুমার মামলাতে তাদের সাহায্য করবে।

বেআইনি চিটফান্ড সংস্থারগুলির বিরুদ্ধে তদন্তে নেমে সিবিআই পশ্চিমবঙ্গ ও ওড়িশা থেকে টাওয়ার গোষ্ঠীর প্রচুর সম্পত্তির হদিস পায়। যার পরিমাণ প্রায় ২৫৬কোটি টাকা। এরমধ্যে ১৬ কোটি টাকা রয়েছে যা আমানতকারীদের তারা ফেরত দেয়নি। ২০১৬-র ১০মার্চ রামেন্দু চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয় এবং তার সম্পত্তি বিক্রি করে আমানতকারীদের টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হয়। ২০১৭-র ৯মে তারিখে অন্তর্বর্তীকালীন জামিন পান রামেন্দু, এবং ২০১৮-র ১৫ ফেব্রুয়ারি কটক থেকে তার পাকা জামিন মঞ্জুর হয়। জামিনের শর্ত হিসেবে টাওয়ার কর্তা জানিয়েছিলেন, পশ্চিমবঙ্গে এস পি তালুকদার কমিটি অর্থলগ্নি সংস্থাগুলির সম্পত্তি বিক্রি করে আমানতকারীদের টাকা ফেরতের ব্যবস্থা করছে। সংস্থা এই কাজে সহযোগিতা করতে চায়। কিন্তু বিচারপতি তালুকদার গত আগস্ট মাসে সিবিআইকে চিঠি লিখে জানিয়ে দেন টাওয়ার গোষ্ঠীর কোনও সম্পত্তির হদিশ পাননি। তারপরেই সিবিআই টাওয়ার কর্তারা জামিন খারিজের আবেদন জানায়। বৃহস্পতিবার যা মঞ্জুর করে সুপ্রিম কোর্ট। সিআইডি প্রধান রাজীব কুমারের জামিনকে চ্যালেঞ্জ জানিয়েও সুপ্রিম কোর্টে গিয়েছে সিবিআই। এই মামলার পরিপ্রেক্ষিতে রাজীব কুমারের মামলাও কিন্তু আকর্ষণীয় পর্যায়ে পৌঁছল।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version