Saturday, August 23, 2025

মডেলিং জগতে ঢুকতে না পারায় আত্মঘাতী নামী স্কুলের ছাত্রী

Date:

ফের অভিমানে আত্মঘাতী স্কুলপড়ুয়া৷ টিউশনে যাওয়ার নামে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি দক্ষিণ কলকাতার এক নামী স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্রী সুমেধা বসু। সুমেধার বাড়ি রানিকুঠিতে৷ সেখানকারই একটি দিঘি থেকে শুক্রবার রাতে তাঁর দেহ উদ্ধার হয়৷ প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ‘অভিমানে’ দিঘির জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছে 17 বছরের ওই ছাত্রী। অভিনয়-মডেলিং জগতে ঢুকতে বাবা-মা বাধা দিয়েছিলো, সেই অভিমানেই সুমেধা প্রাণ দিয়েছে বলে মনে করছেন বাড়ির লোকজন৷

রানিকুঠি এলাকার কেএম নগরের বাসিন্দা সুমেধার বাবা স্বপন বসু পেশায় ব্যাঙ্ককর্মী। পুলিশকে তিনি জানিয়েছেন, মডেল হওয়ার ইচ্ছে ছিল মেয়ের। কিন্তু তিনি এবং তাঁর স্ত্রী দু’জনেই মেয়েকে জানিয়েছিলেন, উচ্চমাধ্যমিক শেষ না হওয়া পর্যন্ত কিছুই ভাবা যাবে না। এ নিয়ে বাড়িতে বেশ কয়েকবার কথা কাটাকাটিও হয়েছে। সেই ‘অভিমানেই’ সুমেধা আত্মঘাতী হয়েছে বলেই বসু দম্পতির ধারণা। পুলিশকেও তাঁরা তেমনই জানিয়েছেন৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকেলে টিউশনে যাওয়ার নামে সুমেধা বাড়ি থেকে বেরিয়ে স্থানীয় রানিদিঘির কাছে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই কিশোরী ব্যাগ, মোবাইল দিঘির পাড়ে রেখে জলে ঝাঁপ দেয়। একটি মেয়েকে জলে ঝাঁপ দিতে দেখে স্থানীয় এক মহিলা চিৎকার করে লোক ডাকেন। কিন্তু ততক্ষণে তলিয়ে গিয়েছে সুমেধার দেহ। স্থানীয়রা কোনও ভাবে উদ্ধার করতে না পেরে পুলিশে খবর দেন৷ কলকাতা পুলিশের উদ্ধারকারী দল এসে দিঘি থেকে ওই ছাত্রীকে উদ্ধার কর বাঙুর হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। তার দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। দিঘির পাড়ে ফেলে রাখা সুমেধার ব্যাগ থেকে পরিচয়পত্র পেয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। সুমেধার ওই ব্যাগে একটি সুইসাইড নোটও পাওয়া গিয়েছে বলে জানিয়েছে পুলিশ। সেই নোটে তার মৃত্যুর জন্য কাউকেই দায়ী করেনি সুমেধা। লেখাপড়ার চাপ বাড়তে থাকাকেই কারণ হিসেবে লিখেছে।

Related articles

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...
Exit mobile version