ক্ষিতি গোস্বামী অমায়িক মানুষ ছিলেন। ব্যবহার দেখার মত ছিল। আমি যখন বিরোধী দলে ছিলাম তখন তিনি একসময় মন্ত্রীও ছিলেন। ফলে তাঁর দফতরের ব্যাপক সমালোচনা করেছি, ঝগড়া করেছি, কিন্তু তার জন্য ব্যক্তিগত সম্পর্ক কখনও নষ্ট হয়নি। রাজনীতিতে এটাই সবথেকে বড় বিষয়। বাম আন্দোলনের কর্মী ছিলেন, বামফ্রন্টের নেতা ছিলেন। সব থেকে বড় কথা তাঁকে কখনও চিৎকার করতে দেখেনি। শান্তশিষ্ট মানুষ। বেশ কিছুদিন থেকেই অসুস্থ ছিলেন। বয়স এমন কিছু হয়নি যে এত তাড়াতাড়ি চলে যেতে হবে।
