গোপনসূত্রে খবর পেয়ে, এক বাইক পাচারকারীকে গ্রেফতার করল বাদুড়িয়া থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে স্বরূপনগর, গোবরডাঙা, হাবড়া, দেগঙ্গা সহ বিভিন্ন এলাকায় একাধিক বাইক চুরির অভিযোগ রয়েছে। কয়েকদিন আগে বাদুড়িয়া থেকে আরও এক বাইক পাচারকারীকে গ্রেফতার করে ২৮ টা বাইক উদ্ধার করেছিল পুলিশ। তাকে জেরা করেই ফারুক বিশ্বাস নামে ওই বাইক পাচারকারীকে গ্রেফতার করে বাদুড়িয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, সম্প্রতি অভিযুক্ত মাদক পাচারকারীর দলেও নাম লিখিয়েছিল ফারুক। ধৃতের থেকে প্রায় সাড়ে পাঁচ লিটার নিষিদ্ধ কোডেইন মিক্সচার এবং দশটি চোরাই মোটর বাইক উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন-ফের ভারতে ঢুকেছে ৭ পাক জঙ্গি! জারি হাই অ্যালার্ট
