মহারাষ্ট্রের মহারণ সুপ্রিম কোর্টে ফের কাল, স্নায়ুযুদ্ধ চরমে

মহারাষ্ট্র নিয়ে শিবসেনা, এনসিপি ও কংগ্রেসের দাবি ছিল 24 ঘন্টার মধ্যে বিজেপি সরকারকে ফ্লোর টেস্ট অর্থাৎ বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের নির্দেশ দিক সুপ্রিম কোর্ট। রবিবার শুনানির প্রথম দিনে সর্বোচ্চ আদালত এই বিষয়ে কোনও নির্দেশ না দিলেও জানিয়েছে, সোমবার সকাল সাড়ে দশটার মধ্যে সলিসিটার জেনারেল তুষার মেহতাকে দেবেন্দ্র ফড়নবিশ ও অজিত পাওয়ারের চিঠি দুটি কোর্টে পেশ করতে হবে। মেহতা দুদিন সময় চাইলে তা খারিজ করা হয়েছে। একইসঙ্গে বিচারপতিরা আবেদনকারীদের পিটিশনের কপি কেন্দ্র ও মহারাষ্ট্র সরকারকে পাঠানোর নির্দেশ দিয়েছেন। সোমবার ফের শুনানি। সুপ্রিম কোর্টে বিচারপতি রামান্না, অশোক ভূষণ ও সঞ্জীব খান্নার বেঞ্চে শুনানি চলছে। বিজেপির হয়ে লড়ছেন মুকুল রোহতগি। অন্যদিকে তিন দলের পক্ষে আছেন অভিষেক মনু সিংভি ও কপিল সিব্বল।

Previous articleবিজেপির বিরুদ্ধে ধিক্কার মিছিল
Next articleআমি এনসিপিতেই, কোর্টে জানালেন অজিত