সৌজন্যতার নিদর্শন দিলেন তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার। খড়গপুর সদর কেন্দ্রের শাসকদলের প্রার্থী তিনি। ভোট দিতে গিয়ে দেখা হয় বাম-কংগ্রেস জোট প্রার্থী চিত্তরঞ্জন মণ্ডলের সঙ্গে। দেখা হতেই তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করেন প্রদীপ। প্রাক্তন শিক্ষক চিত্তরঞ্জন মণ্ডল তৃণমূল প্রার্থীর শিক্ষাগুরু ছিলেন। ভোটের ময়দানে প্রতিপক্ষ হলেও শিক্ষকের প্রতি যোগ্য সম্মান দিতে ভোলেননি প্রদীপ। পরে তিনি জানান, এটাই তৃণমূলের সংস্কৃতি।
