কেন্দ্রের তরফে যখন ক্রমাগত এনআরসি-র চোখ রাঙানি আসছে, তখন রাজ্যে উদ্বাস্তু কলোনিকে স্বীকৃতির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার, নবান্নে ত্রাণ বিলির মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, রাজ্যের সব উদ্বাস্তু কলোনিকে স্বীকৃতি দেওয়া হবে। যেগুলি রাজ্য সরকারের জমিতে রয়েছে সেগুলির পাশাপাশি, কেন্দ্রীয় বা বেসরকারি জমিতে যে সব কলোনি আছে, সেগুলিকেও স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এর ফলে ৫৫ হাজার পরিবার উপকৃত হবেন বলে জানান মু্খ্যমন্ত্রী।
প্রায় ৪৮-৫০ বছর ধরে একটি জায়গায় বসবাস করছেন বা ব্যবসা করছেন অথবা চাষ করছেন যাঁরা, তাঁদের এখনও সেই জায়গার পাট্টা বা জমির বৈধ কাগজ নেই। এই সিদ্ধান্তের জেরে সেই উদ্বাস্তুরা বাংলায় থাকার অধিকার পাচ্ছেন বলে জানান মমতা।