সংবিধান দিবস উপলক্ষে মঙ্গলবার থেকে দু’দিনের বিশেষ অধিবেশনে বসতে চলেছে পশ্চিমবঙ্গ বিধানসভায়। সেই উপলক্ষে এদিন দুপুরে বিধানসভায় পরপর ভাষণ দিতে চলেছেন রাজ্যপাল জগদীপ ধনকড় ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শুধু তাই নয়, সংবিধান দিবস উপলক্ষে তারকাখচিত এই বিশেষ অধিবেশনে রাজ্যপাল, মুখ্যমন্ত্রী ছাড়াও থাকবেন রাজ্যের প্রাক্তন রাজ্যপাল এম কে নারায়ণন, লোকসভার প্রাক্তন অধ্যক্ষ মীরা কুমার, অবসরপ্রাপ্ত বিচারপতি শ্যামল সেন ও জ্যোর্তিময় ভট্টাচার্য, দেশের প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার এস ওয়াই কুরেশি, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত-সহ বিশিষ্ট ব্যক্তিরা।বিশেষ অধিবেশনের প্রথম দিনেই এঁরা ভাষণ দেবেন।

আরও পড়ুন-বিএসএনএল-এর চমকপ্রদ অফারে মুশকিলে পড়বে জিও
