Thursday, August 21, 2025

বসত ভিটে বলে কথা, তা কি ছাড়া যায়? তাই নিজের ঠিকানা পরিবর্তন করছেন না মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। মালাবার হিলসে মুখ্যমন্ত্রীর সরকারি আবাসে যাবেন না তিনি। থাকবেন ‘মাতুশ্রী’তেই। এই বাড়ি তৈরি করেছিলেন তাঁর বাবা বালাসাহেব ঠাকরে। পিতৃস্মৃতি বিজড়িত সেই বাড়ি ছাড়তে নারাজ উদ্ধব। মন্ত্রালয়ের সাততলায় মুখ্যমন্ত্রীর অফিসের বৈঠক করবেন।

এরাজ্যেও এই উদাহরণ আছে। তবে, উদ্ধব ঠাকরের মতো তাঁদের অট্টালিকা নয়। বাংলার বর্তমান মুখ্যমন্ত্রী এখনও থাকেন কালীঘাটে তাঁর টালির চালের বাড়িতে। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যেও মুখ্যমন্ত্রী থাকাকালীন ও তারপরে থাকেন পাম অ্যাভিনিউ-এর ছোট্ট ফ্ল্যাটেই।

গত শতাব্দীর ছয়ের দশকে গোড়ায় বান্দ্রা ইস্টের কলানগরে পারিবারিক বাড়িতে বসবাস শুরু করে বালাসাহেব ঠাকরে। ১৯৬৬-এ দাদারের রানাডে রোডে ঠাকরেদের বাসভবনে শিবসেনার প্রতিষ্ঠা হয়। তবে বান্দ্রায় বালাসাহেবের তৈরি ‘মাতুশ্রী’তে শিবসেনার নেতা-কর্মীদের পাশাপাশি আনাগোনা ছিল রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে বলিউড তারকা ও খেলোয়াড়দের। আজও তা অব্যাহত।

একতলা বাড়িতে গিয়ে একটি তুলসীগাছ লাগান বালাসাহেবের স্ত্রী মীনাতাই। পরে বাড়ি সংস্কার করা হলেও বালাসাহেবের নির্দেশে, তুলসীগাছ ছিল যথাস্থানেই। বাবা-মায়ের স্মৃতি ঘেরা সেই বাড়িতেই স্ত্রী রশ্মি ও দুই ছেলে আদিত্য ও তেজসকে নিয়ে থাকতে চান মহারাষ্ট্রের নয়া মুখ্যমন্ত্রী। শপথ নেওয়ার পরে প্রয়াত পিতার ঘরে ঢুকে শ্রদ্ধা জানান উদ্ধব।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version