Friday, August 29, 2025

এমনও হয় ?

এ কারনেই বোধহয় বলা হয়, শেষ ডাক কখন আসবে, কেউ জানেনা৷ তারই যেন এক মর্মান্তিক দৃষ্টান্ত সৃষ্টি হলো সোমবার রাতে, দক্ষিণ কলকাতার দেশপ্রিয় পার্ক এলাকায়৷

দিদিকে বলো’ কর্মসূচির অঙ্গ হিসাবে নিজেদের এলাকার মানুষের সমস্যার কথা শুনতে বাড়ি-বাড়ি যাচ্ছেন তৃণমূল জনপ্রতিনিধিরা৷ সোমবার রাতে সেভাবেই দেশপ্রিয় পার্ক এলাকায় সরস্বতী দাস নামে এক বৃদ্ধার বাড়ি যান স্থানীয় কাউন্সিলর তথা কলকাতা পুরসভার মেয়র পারিষদ দেবাশিস কুমার। কাউন্সিলরকে একদম সামনে পেয়ে বৃদ্ধা সরস্বতী দাস তাঁকে জানান, তাঁর তিন মেয়েরই বিয়ে হয়ে গিয়েছে। এক মেয়ে এবং জামাই তাঁর দেখাশোনা করেন। কিন্তু অন্য দুই মেয়ে ও জামাইরা তাঁকে এই
বাড়ি থেকে তাড়াতে চাইছেন। টাকার জন্য হুমকি দিচ্ছে৷ গুরুতর এই সমস্যার কথা শুনে দেবাশিস কুমার বৃদ্ধাকে আশ্বাস দেন, তিনি বিষয়টি দেখবেন। কারো সাধ্য হবেনা সরস্বতী দেবীকে উৎখাত করার৷
দুই মেয়ের সঙ্গে তিনি নিজে কথা বলে সমস্যা মেটানোর চেষ্টা করবেন। এমন আশ্বাসই দিলেন দেবাশিস কুমার৷

এরপরই সবার চোখের সামনে ঘটে গেল সেই ঘটনা, বুদ্ধিতে যে ঘটনার কোনও ব্যাখ্যা চলেনা৷

দেবাশিস কুমারের পাশে থাকার আন্তরিক আশ্বাস শুনেই বিছানার ওপরই হঠাৎ ঢলে পড়লেন বৃদ্ধা!
চোখের সামনে এমন ঘটনা দেখে থতমত খান কাউন্সিলর ও উপস্থিত অন্যান্যরা। হতচকিত ভাব কাটিয়ে সঙ্গে সঙ্গে দেবাশিস কুমার ওই বৃদ্ধাকে শিশুমঙ্গল হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন৷ সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। চোখের সামনে ওই বৃদ্ধার এমন মর্মান্তিক মৃত্যু এখনও বিশ্বাস করতে পারছেন না দেবাশিস কুমার।

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version