সারা দেশজুড়ে বেড়েছে পেঁয়াজের দাম। কোথাও ১০০ কোথাও ১২০। দিনের-পর-দিন পেঁয়াজের সঙ্গে সঙ্গে বাড়ছে সব রকমের সবজির দাম। কিন্তু দামের মাত্রা ছাড়িয়েছে পেঁয়াজ। এবার পেঁয়াজ নিয়েই সংসদ চত্বরে প্ল্যাকার্ড হাতে আম আদমি পার্টির (aap) সাংসদ সঞ্জয় সিং ও সুশীল গুপ্ত। ছবিতে দেখা যাচ্ছে দুই সাংসদের গলায় পেঁয়াজের মালা ।

Aap-র সাংসদ সঞ্জয় সিং ও সুশীল গুপ্ত পেঁয়াজের দাম বৃদ্ধির বিরুদ্ধে সংসদ চত্বরে বিক্ষোভ করেছেন। সাংসদ সঞ্জয় সিং বলেছেন, “৩২,০০০ টন পেঁয়াজ পচে গেছে, কেন কেন্দ্র ব্যবস্থা নেয়নি? আপনি পেঁয়াজকে পচে যেতে দিতে পারেন কিন্তু কম দামে বিক্রি করতে পারবেন না?”

Delhi: Aam Aadmi Party (AAP) MPs Sanjay Singh and Sushil Gupta hold protest in Parliament premises against rise in onion prices. MP Sanjay Singh says, "32000 tonnes onions rotted away, why didn't Centre take action? You can let onions rot away but cannot sell it at lower prices?" pic.twitter.com/hBoDkGtGb3
— ANI (@ANI) December 3, 2019