বিধানসভায় শপথ নিলেন খড়্গপুর সদর, করিমপুর ও কালিয়াগঞ্জের নব নির্বাচিত তিন বিধায়ক। আজ,মঙ্গলবার বিধানসভায় খড়্গপুর সদরের বিধায়ক প্রদীপ সরকার, করিমপুরের বিধায়ক বিমলেন্দু সিংহ রায় এবং কালিয়াগঞ্জের বিধায়ক তপন দেব সিংহ অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সামনে শপথ নেন।