ছ’জন সহকর্মীকে গুলি করে খুন, পরে আত্মঘাতী আইটিবিপি জাওয়ান। ঘটনাটি ঘটেছে বুধবার ছত্তিশগড়ে নারায়ণপুর জেলায় আইটিবিপি ক্যাম্পে ইন্দো টিবেটান বর্ডারে। হঠাৎই আইটিবিপি জাওয়ান ছয় জনকে গুলি করে খুন করে। এরপর নিজেও আত্মঘাতী হয়। পুলিশের আইজি সুন্দররাজ পি জানিয়েছেন, এদিন বেলা ন’টা নাগাদ এক জওয়ান তার সহকর্মীদের দিকে গুলি চালায়। ৬জন সেখানেই মারা যান। আরও ২জন গুরুতর আহত হয়েছেন। হঠাৎ কেন অই জাওয়ান গুলি চালালেন তাঁদের ওপর। আর কেনই বা আত্মঘাতী হলেন তা এখনও স্পষ্ট নয়। একটি সূত্রে খবর, ঘাতক জওয়ান সম্ভবত ছুটি না পাওয়ার জন্য ক্ষুব্ধ হয়েছিলেন।

আরও পড়ুন-অনিয়ম রুখতে পৌষমেলায় স্টল বুকিং-এ নয়া নিয়ম
