Sunday, November 16, 2025

তিনি বিরাট কোহলি। ‘স্পোর্টসম্যান স্পিরিট’ কাকে বলে তার থেকেই বোধ হয় শিখতে হয়। জীবনের কোনও কথা খুব সহজে ভোলেন না ভারত অধিনায়ক। তাঁকে যদি কেউ টিটকিরি করে থাকেন বা সমালোচনা করে থাকেন তাহলে তো ভোলার প্রশ্নই ওঠে না। এ কথা হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের আরও একবার শুক্রবার প্রমাণ করলেন ক্যাপ্টেন কোহলি। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে অপরাজিত 94 রান করার পর তাঁর সেলিব্রেশন ছিল দেখার মতো। বিভিন্ন মহলে তিনি প্রশংসিত হয়েছেন। তাঁর প্রশংসায় এবার মেতেছেন অমিতাভ বচ্চনও। তবে এই প্রশংসা একটু অন্যভাবে করেছেন শাহেনশাহ।

খেলা ছিল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। লক্ষ্যমাত্রা ছিল 208। লোকেশ রাহুলকে সঙ্গে নিয়ে সেই লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে একের পর এক চার ছয় মারছিলেন বিরাট। এমনই একটি 6 মেরেছিলেন উইন্ডিজ ক্রিকেটার কেসরিক উইলিয়ামসনের বলে। তারপরেই বহুচর্চিত ‘নোটবুক’ সেলিব্রেশনে মেতে ওঠেন কিং কোহলি।

কিন্তু হঠাৎ এমন সেলিব্রেশন কেন? এই প্রশ্নে যখন সরগরম রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের গ্যালারি, ঠিক তখন ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরাট জানান, ‘জামাইকায় আমাকে আউট করে উইলিয়ামসন এমন অঙ্গভঙ্গি করেছিল। তবে এটা নিয়ে বেশি কথা না হওয়াই ভাল। দিনের শেষে আমরা হাত মিলিয়ে মাঠ ছেড়েছি। কোনও দ্বন্দ্ব নেই। ক্রিকেট তো এটাই। নিজেকে সব সময় উজার করে দিতে হয়। তবে বিপক্ষ দলের ক্রিকেটারের প্রতি সম্মান প্রদর্শন সব থেকে বড় ব্যাপার।’

আর কোহলির প্রশংসা করে অমিতাভ বুদ্ধিদীপ্তভাবে টুইট করে লেখেন, ‘কতবার বলেছি বিরাটকে খোঁচা দিও না, দিও না, দিও না! কিন্তু তুমি আর শুনলে কোথায়। এবার চালান কেটে হাতে ধরিয়ে দিল বিরাট। দেখো, দেখো ওয়েস্ট ইন্ডিজের চেহারা দেখো। কত মার খেয়েছে ওরা! কত মার খেয়েছে!’ বিরাটের নোটবুক সেলিব্রেশনের ভিডিও এবং অমিতাভের টুইট সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।

 

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version