বিদ্বজ্জনদেরও সমাজ গঠনে ভূমিকা রয়েছে: ধনকড়

বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের সহায়তায় সবাইকে এগিয়ে আসতে হবে। তাঁদের উজ্জীবিত এবং প্রভাবিত করা দরকার। বিদ্বজ্জনদেরও সমাজ গঠনে একটা ভূমিকা রয়েছে। শনিবার, বনহুগলির রাষ্ট্রীয় মূক ও বধির সংস্থায় স্পিচ অ্যান্ড হেয়ারিং অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার দ্বিতীয় সম্মেলনের উদ্বোধন করে এই মন্তব্য করেন রাজ্যপাল জগদীপ ধনকড়। এই বিষয়ে জিজা ঘোষ একজন দৃষ্টান্ত বলে মন্তব্য করেন রাজ্যপাল।

রাজ্যে মহিলাদের নিরাপত্তা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের অবশ্য এদিন কোনও উত্তর দেননি রাজ্যপাল। শুধু তাই নয়, নিজের বক্তব্যটুকু বলেই তড়িঘড়ি ঘটনাস্থল ছাড়েন তিনি।

Previous article‘দাদাগিরি’-তে ‘মার্দানি’ দেখাতে আসছেন রানি
Next articleঝাড়খন্ড ভোটে রিগিং রুখতে চলল গুলি, মৃত্যু যুবকের