Friday, November 14, 2025

ফের আইনি প্যাঁচে বিজেপি নেতা মুকুল রায়। বীরভূমের লাভপুরে তিন ভাই খুনের মামলায় অতিরিক্ত চার্জশিট পেশ করেছে জেলা পুলিশ। বোলপুর আদালতে পেশ করা সেই চার্জশিটে বিজেপি নেতা মুকুল রায়, মনিরুল ইসলাম-২৫ জনের নাম রয়েছে। হাইকোর্টর নির্দেশ মেনে তিন মাসের মধ্যেই রিপোর্ট পেশ করল পুলিশ।

আদালতের নির্দেশের পর চলতি বছরের ১৬ নভেম্বর এই মামলায় নতুন তদন্ত শুরু করে জেলা পুলিশ। তারপরই অতিরিক্ত চার্জশিটে এখন মনিরুল ইসলামের সঙ্গে বিজেপি নেতা মুকুল রায়ের নামও সংযোজন করা হয়েছে।

এর আগে এই মামলায় মনিরুল সহ- ৪২ জনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতারও করা হয়েছিল মনিরুলকে। যদিও জামিনে ছাড়া পেয়ে ভোটে জিতে বিধায়ক হয়েছিলেন তিনি। এরপর ২০১৪ সালে চার্জশিট জমা দেয় পুলিশ। সেই চার্জশিট থেকে মনিরুলের নাম বাদ দেওয়া নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মৃতদের পরিবার।

প্রসঙ্গত, ২০১০ সালে বীরভূমের লাভপুরের খুন হন সিপিএম সমর্থক তিন ভাই। অভিযোগ, মনিরুল ইসলামের বাড়িতে সালিশি সভার নামে ডেকে পিটিয়ে এবং বোমা মেরে খুন করা হয় কটন শেখ ও জরিনা বিবির তিন ছেলেকে। মনিরুল আগে বামপন্থী নেতা, তারপর তৃণমূল ও বর্তমানে বিজেপির সদস্য।

Related articles

রাজ্যে আসন্ন WBCS পরীক্ষা: জারি বিজ্ঞপ্তি

প্রকাশিত হল ডব্লুবিসিএস-এর পরীক্ষার বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (PSC, WB) বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ২০২৬ সালের মার্চ...

পরিবারে SIR আতঙ্কে মৃত্যুর ছায়া, চাকরির আশ্বাস দিয়ে পাশে তৃণমূল

এসআইআর আতঙ্কে আত্মঘাতী বাবা। অসহায় পরিবার। কী করে হবে দিন গুজরান? ভিটেমাটি চলে যাবে না তো? এসব আতঙ্ক...

গণমাধ্যমই সাঁটিয়ে দিচ্ছে বাংলাদেশী তকমা! জবাব দিতে তৈরি বাংলা

পেশায় শ্রমিক। পেটের দায়ে তারা নানা জায়গায় ছোটেন। কাজের তাগিদে অন্যত্র গেলেই একশ্রেণির মিডিয়া চিৎকার করে ওঠে, ওই...

বিহারের ফলাফলে বাংলা নিয়ে মোদির স্বপ্ন ‘সেগুড়ে বালি’: ধুইয়ে দিল তৃণমূল

একদিকে যখন বিহারে নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে, তখন বাংলার বিজেপি নেতারা হঠাৎই আবির খেলা, মিষ্টিমুখে মেতে উঠেছেন। ফলাফল...
Exit mobile version