Thursday, August 28, 2025

সৌজন্যে ‘দিদিকে বলো’ কর্মসূচি, শিক্ষামন্ত্রীর কাছে দরবার করে প্রতিবন্ধী যুবকের চাকরি

Date:

‘দিদিকে বলো’ কর্মসূচি। সেখানে এসেই চাকরি পেলেন বেহালার যুবক। সৌজন্যে অবশ্যই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। চাকরির নিয়োগপত্র হাতে পেয়ে কার্যত বিহ্বল বেহালার সুরজিৎ।

বেহালার সরশুনার বাসিন্দা সুরজিৎ হালদার। বেসরকারি প্রতিষ্ঠানে স্বল্প বেতনের চাকরি করতেন। স্ত্রী পুত্র এবং মা-বাবা রয়েছেন। কিন্তু গত সেপ্টেম্বর মাসে তার জীবনের গতিপথ পাল্টে গেল। গাড়ির ধাক্কায় জ্ঞান হারালেন রাস্তায়। হাসপাতালে যখন চিকিৎসকদের মুখোমুখি হলেন, তখন চিকিৎসকরা জানালেন, ডান পা বাদ দিতেই হবে। জীবনে নেমে এল অন্ধকার। সুরজিতের চোখে জল।

১২৮ নম্বর ওয়ার্ডে ‘দিদিকে বলো’ কর্মসূচিতে এসেছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। জানতে পেরে স্ত্রী সুস্মিতাকে নিয়ে শিক্ষামন্ত্রীর কাছে আসেন সুরজিৎ। তার জীবনের শেষ ক’মাসের অন্ধকার অধ্যায়ের কথা বলেন পার্থবাবুকে। শিক্ষামন্ত্রী আশ্বাস দিয়েছিলেন। তারপর কেটেছে দিন দশ। হঠাৎ গত বৃহস্পতিবার সকালে পার্থবাবুর বাড়ির অফিস থেকে ফোন। শিক্ষামন্ত্রী সুরজিৎকে আসতে বললেন তাঁর বাড়িতে। বাড়িতে সস্ত্রীক আসার পর এক অভাবনীয় ঘটনা। শিক্ষা দফতরের গ্রুপ ডি চাকরির নিয়োগপত্র সুরজিতের হাতে নিজে তুলে দিলেন পার্থ চট্টোপাধ্যায়। শিক্ষামন্ত্রীর হাত থেকে নিয়োগপত্র পেয়ে বিহ্বল সুরজিৎ। বললেন এমনও হতে পারে ভাবতে পারিনি। সারাজীবন কৃতজ্ঞ থাকব শিক্ষামন্ত্রীর কাছে। ‘দিদিকে বলো’ কর্মসূচির হাত ধরে আমাকে নবজীবন দিল শিক্ষামন্ত্রী।

Related articles

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...
Exit mobile version