Thursday, November 13, 2025

লোকসভায় পাশ নাগরিকত্ব বিল পেশের প্রস্তাব, মঙ্গলে আলোচনা

Date:

লোকসভায় ২৯৩-৮২ ভোটে পাশ হল নাগরিকত্ব বিল পেশের প্রস্তাব। সোমবার, বেলা ১২টা নাগাদ লোকসভায় বিলটি পেশ করতে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী। তিনি বলেন, দেশের স্বার্থে নাগরিকত্ব সংশোধন বিল পাশ করা অপরিহার্য। সঙ্গে সঙ্গেই তা নিয়ে বিতর্ক শুরু হয়ে যায়। বিলের একাধিক অংশ নিয়ে আপত্তি তোলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী। বিলটি ‘অসাংবিধানিক’ এবং ‘বিভেদ সৃষ্টিকারী’ বলে আখ্যা করেন তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়ও। যদিও অমিত শাহ বার বার দাবি করেন, এই বিল সংখ্যালঘুদের বিরোধী নয়। বিতর্ক এমন পর্যায়ে পৌঁছয় যে পরিস্থিতি আয়ত্তে আনতে হস্তক্ষেপ করতে হয় স্পিকার ওম বিড়লাকে। এদিকে, অধিবেশন শুরুর আগেই স্পিকার ওম বিড়লার কাছে নোটিশ পেশ করেন কংগ্রেস সাংসদ শশী থারুর সহ বেশ কয়েকজন। নাগরিকত্ব সংশোধন বিল সংসদে পেশ করতে দেওয়াই যাবে না বলে দাবি জানান তাঁরা।

দিন কয়েক আগেই বিলটিকে ছাড়পত্র দেয় মন্ত্রিসভা। গত জানুয়ারিতে লোকসভায় পেশ হয়েছিল সংশোধিত বিলটি। তাতে বলা হয়েছিল, আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশ থেকে আসা হিন্দু, শিখ, জৈন, পার্সি, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ, যাঁরা এ দেশে শরণার্থী হিসেবে রয়েছেন, তাঁদের নাগরিকত্ব দেওয়া হবে। ৩১ ডিসেম্বর, ২০১৪ আগে যাঁরা ভারতে এসেছেন, তাঁরাই নাগরিকত্ব পাবেন।

অবশেষে ধ্বনি ভোটের মাধ্যমে এই বিল পেশ করা হয় লোকসভায়। ধ্বনি ভোটে সংসদে উপস্থিত ৩৭৫ জন সাংসদের মধ্যে বিল পেশের পক্ষে ভোট দেন ২৯৩ জন। বিপক্ষে ভোট দেন ৮২ জন। এরপর অমিত শাহ বিলটি ফের পেশ করেন আলোচনার জন্য। বিলের সপক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্র বলেন, কংগ্রেস ধর্মের ভিত্তিতে দেশ ভাগ না করলে এই বিলের দরকার পড়ত না। এই বিলে সংখ্যালঘুদের কোনও বিপদ নেই বলে তিনি আশ্বাস দিলেও, বিলে কোথাও মুসলিমদের নাম নেই। এই বিল অসাংবিধানিক বলে মন্তব্য করেন বিরোধীরা। বিলে দুটি গুরুত্বপূর্ণ সংশোধনী পেশ করছে সিপিএম। মঙ্গলবার, লোকসভা অধিবেশনে বিলটি নিয়ে আলোচনা হবে। এর জন্য চারঘণ্টা সময় ধার্য করছেন স্পিকার।

আরও পড়ুন-নির্ভয়া-দোষীদের ফাঁসি হতে পারে ১৬ ডিসেম্বর ! পবন ফাঁসুড়ে, মহাদেব মল্লিক তৈরি, জল্পনা তুঙ্গে

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version