টানাপোড়েনের মধ্যে ছিনতাই ৯ লক্ষ টাকার পেঁয়াজ!

পেঁয়াজের দাম নিয়ে চিন্তিত গোটা দেশের মানুষ। কোথাও ছুঁয়েছে ডবল সেঞ্চুরি কোথায় আবার ১৭০-১৯০। এই অবস্থায় ছিনতাই হল ৯ লক্ষ টাকার পেঁয়াজ। ঘটনাটি কর্নাটকের। বোঝাই করা ২ ট্রাক পেঁয়াজ কর্ণাটকের টুমাকুরু থেকে চেন্নাই যাচ্ছিল।

হঠাৎই রাস্তায় পেঁয়াজ ছিনতাই। পেঁয়াজ ছিনতাইয়ের অভিযোগ ট্রাক চালকদের বিরুদ্ধে । সূত্রের খবর, ২ ট্রাকে ৯ লক্ষ টাকার পেঁয়াজ ছিল। সোমবার, হুচাভানাহাল্লি গ্রামের কয়েকজন কৃষক তাঁদের উৎপাদিত পেঁয়াজ চেন্নাইয়ের বাজারে বিক্রি করার জন্য একটি ট্রাক ভাড়া করেছিল। সেই ট্রাক কিছুদূর গিয়েই ট্রাকের চালক ফোন করে কৃষকদের জানান, ট্রাকটি গর্তে পড়ে গিয়েছে। আর সেই সুযোগে ঘটনাস্থলে থাকা লোকজন ৮১ বস্তা পেঁয়াজ চুরি করে নিয়েছে। এরপর ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। এবং তাঁদের সহজেই ধরে ফেলে।

আরও পড়ুন-বিজেপির অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের নামে “বন্দে মাতরম”! বিতর্ক তুঙ্গে