Thursday, August 21, 2025

মুখ্যমন্ত্রীর স্মৃতি নিয়ে প্রায় উচ্ছেদের মুখে দিঘার সেই পরিমলের চায়ের দোকান

Date:

মুখ্যমন্ত্রী এই চায়ের দোকানে ঢুকেছিলেন। নিজের হাতে চা বানিয়েছিলেন। পরিবেশনও করেছিলেন মন্ত্রী, আমলা, নেতাদের। রাতারাতি বিখ্যাত হয়ে যাওয়া সেই চায়ের দোকানই উচ্ছেদ হয়ে গেল দিঘা থেকে। সৌজন্যে শিল্প সম্মেলন।

দোকান মালিক পরিমল জানা। সেবার অর্থাৎ মাস চারেক আগে ভোরে হাঁটতে বেরিয়ে এসেছিলেন মুখ্যমন্ত্রী তাঁর দোকানে। তারপর পরিমলের চায়ের দোকান বিখ্যাত হয়ে যায়। কিন্তু এবার শিল্প সম্মলনের দৌলতে দোকানের সামনের অংশ ভেঙে দেওয়া হয়েছে। একটা ঝুপড়ির মতো কোনওরকমে টিকে রয়েছে দোকান। সম্প্রতি দিঘায় হকার উচ্ছেদ হয়। সে সময় পরিমল দোকানের সামনের অংশ সামান্য ভেঙে ফেলেন। আর শিল্প সম্মেলনে গিয়েছে প্রায় সবটা। পরিমল বলেন, দিদি এই দোকানে আসার পর ভেবেছিলাম আমার একটা কিছু হবে। কিন্তু কিছু তো হয়নি, তার সঙ্গে যে দোকান ছিল সেটাও গিয়েছে। দুই মেয়ে পড়াশোনা করে। এই দোকান থেকে সংসার চলে। এখন অকূল পাথারে পড়েছি। স্থানীয় জেলা শাসকের বক্তব্য শিল্প সম্মেলন উপলক্ষে অতিথিদের যাতে কোনো সমস্যা না হয়,, সেই কারণে এই উচ্ছেদ হয়েছে। তবে পরিমলের দোকান পুরোপুরি উচ্ছেদ হয়নি। পরিমল কিন্তু ‘দিদি’র সেই ছবি আজও আগলে রেখেছেন।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version