Friday, August 22, 2025

CAB বা নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে ডাকা বন্‌ধে অগ্নিগর্ভ ত্রিপুরা ও অসমের জনজাতি অধ্যুষিত এলাকা৷ আন্দোলনকারীদের আক্রমণের লক্ষ্য হয়ে উঠছে অ-জনজাতি মানুষ। পরিস্থিতি সামলাতে ব্যর্থ হয়ে প্রশাসন বাধ্য হয়েছে সেনা নামাতে৷ অসম ও ত্রিপুরার বেশ কয়েকটি এলাকা সেনা নামানো হয়েছে৷ ত্রিপুরার কাঞ্চনপুর ও মনু এলাকায় সেনা নেমেছে৷ সেনা নেমেছে অসমের বঙ্গাইগাঁও ও ডিব্রুগড়েও।
সেনাবাহিনীর তরফে বলা হয়েছে, ‘’ডিব্রুগড়ের লাহোওয়ালে সেনা নামানো হয়েছে। তারা পুলিশ ও প্রশাসনের সঙ্গে সহায়তা করবে। শান্তি বজায় রাখতে বাহিনী এলাকায় ফ্ল্যাগ মার্চ করবে।’’

উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুরে বন্‌ধ সমর্থকদের হঠাতে পুলিশকে ১০ রাউন্ড গুলি ছুড়তে হয় বলে জানিয়েছেন এসডিএম অভেদানন্দ বৈদ্য। কাঞ্চনপুরের আনন্দবাজার এলাকায় আতঙ্কিত অ-জনজাতি বাসিন্দারা বাড়ি ফিরতে না পেরে থানায় এসে আশ্রয় নেন। স্থানীয় স্কুলে আশ্রয় নিয়েছেন শ’খানেক পরিবার। তাঁদের বাংলাদেশে ফিরে যাওয়ার হুমকি দিয়েছেন বন্‌ধ সমর্থকরা।

বিলের প্রতিবাদে গুয়াহাটিতেও পথে নেমে পড়েছেন কলেজের ছাত্রছাত্রীরা। রাজধানী দিসপুরে যাওয়ার পথে মূল সড়ক গুয়াহাটি-শিলং রোড অবরুদ্ধ৷ অবরোধ ওঠাতে কাঁদানে গ্যাস ব্যবহার করেছে পুলিশ। বিক্ষোভের জেরে ডিব্রুগড় ও গুয়াহাটির বিশ্ববিদ্যালয়গুলিতে যাবতীয় পরীক্ষা অর্নির্দিষ্ট কালের জন্য বন্ধ রাখা হয়েছে। উত্তর ত্রিপুরার ধলাই জেলার মনুঘাট এলাকায় দোকানে আগুন লাগায় বন্‌ধ সমর্থকরা। লুটপাট চালানো হয়। আগরতলা শহরের উত্তর গেট এলাকাতেও উত্তেজনা চরমে৷

দক্ষিণ ত্রিপুরার সিপাহিজলায় বন্‌ধ সমর্থকরা রাস্তা অবরোধ করে রাখায় দু’বছরের একটি অসুস্থ শিশুর মৃত্যু হয় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে৷ বন্‌ধের কারণে উত্তর-পূর্ব সীমান্ত রেল আগেই ট্রেন চলাচল বাতিল করে দেয়।

আরও পড়ুন-বিলের বিরোধিতায় রাজ্যসভায় সরব কংগ্রেস

 

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version