বাণিজ্যিক সম্মেলনের মঞ্চ থেকেও ঐক্যের বার্তা মমতার

রাজ্যে শিল্প বিনিয়োগে উৎসাহ দিতে দিঘায় শুরু হল ২দিনের বাণিজ্য সম্মেলন। আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে দেশ-বিদেশের শিল্পপতিদের উপস্থিতিতে সম্মেলনের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই মঞ্চ থেকেও বাংলায় বিভেদের মধ্যে ঐক্যের উল্লেখ করেন মমতা। বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও শিল্পপতির উপস্থিতিতে মুখ্যমন্ত্রী জানান, “বাংলায় আমরা মানুষের মধ্যে বিভেদ করি না। এখানে বিভিন্ন ভাষার মানুষ থাকেন। আমরা কোনও ভাবেই সেখানে ভেদাভেদ করি না”।

লোকসভার পরে এদিন রাজ্যসভায় যখন নাগরিকত্ব সংশোধনী বিল পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অমিত শাহ, তখন বাংলার মুখ্যমন্ত্রী দেশ-বিদেশের প্রতিনিধিদের ঐক্যের বার্তা দিলেন। তিনি জানান, রাজ্যে কাউকে আলাদাভাবে দেখা হয় না। সবাই সমান অধিকার পান। শুধু তাই নয়, শিল্পপতিদের আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “রাজ্যে ব্যবসা করুন। সব রকমের সহযোগিতা করবে সরকার”। কারও সঙ্গে বিভেদমূলক ব্যবহার হলে ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন মমতা।

আরও পড়ুন-রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পেশে বাংলার উল্লেখ,কারা, কী বললেন?

 

Previous articleরাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পেশে বাংলার উল্লেখ,কারা, কী বললেন?
Next articleবিজেপিকে সঞ্জয় রাউত : মনে রাখবেন হিন্দুত্বের স্কুলের আমরা হেডমাস্টার