Thursday, November 20, 2025

বছরের শেষ মাস চলছে। এই দশকের শেষ পূর্ণিমা দেখা যাবে আজ
বৃহস্পতিবার। রীতিমতো উজ্জ্বল দেভাবে ২০১৯ এর শেষ পূর্ণিমা। কাকতালীয়ভাবেই ১২/১২ তে ১২:১২ তে পূর্ণ হবে।
বছরের শেষ পর্বে এই পূর্ণিমা ডিসেম্বরের শীতল চাঁদ নামে পরিচিত।
পূর্ণিমা চন্দ্রের একটি কলা। এটি তখনই ঘটে যখন চাঁদ, পৃথিবীর যে পাশে সূর্য অবস্থিত তার ঠিক বিপরীত দিকে অবস্থান করে। পৃথিবী থেকে যে চাঁদ এই সময় দেখা যায়, তা সূর্য দ্বারা পূর্ণভাবে আলোকিত হয় ।যার ফলে চাঁদকে পূর্ণ গোলাকার চাকতি রুপে দেখতে পাওয়া যায়।যদিও এসময়ও প্রকৃতপক্ষে চাঁদের অর্ধেক অংশই আলোকিত হয় কারণ উল্টো দিকটি দেখতে পাওয়া যায় না।
শীতের সময় তাপমাত্রা কম থাকে ।বছরের শেষে এই পূর্ণিমা ডিসেম্বরের শীতল চাঁদ নামে পরিচিত। আবার ইউরোপে এই পূর্ণিমা-কে বড়দিনের শুরুর উত্সব হিসাবে “মুন বিফোর ইউলে” ও বলা হয়।
স্পেস ডটকমের তথ্য অনুসারে, ডিসেম্বরের পূর্ণিমা “গ্রহ শুক্র এবং শনি দ্বারা আকাশে যোগদান করবে, যা একসঙ্গে থাকবে।” এর পরবর্তী পূর্ণিমা, আগামী বছর অর্থাৎ নতুন বছর ২০২০ সালের জানুয়ারির প্রথম দিকে আকাশে দেখা যাবে।


কোন রাশিতে কি প্রভাব পড়তে পারে দেখে নিন-
মেষ – বন্ধুর জন্য কোনও বিপদ থেকে উদ্ধার হতে পারেন। ব্যবসায় লাভের পরিমাণ বাড়তে পারে। আত্মীয়ের সঙ্গে বিবাদের সম্ভাবনা ।
বৃষ– সন্তানের ব্যবহারে মনে বিষণ্ণ ভাব থাকবে। বাড়িতে সকলে মিলে ঘুরতে যাওয়ার ফলে আনন্দ বৃদ্ধি পাবে। শারীরিক সমস্যা বাড়তে পারে।
মিথুন– ব্যয়ের দিকে আজ একটু বেশি নজর দিতে হবে। আজ ভ্রমণের জন্য দিনটি খুব ভাল। সারাদিন আনন্দের সঙ্গে কাটবে।
কর্কট– স্নেহভাজন কারও সঙ্গে ঝামেলা হতে পারে। সমস্যায় জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। ব্যবসায় জটিলতা কাটিয়ে উঠতে পারেন ।
সিংহ– নিজ বুদ্ধির কারণে বিপদ থেকে উদ্ধার হতে পারবেন। ব্যবসায়ীদের জন্য শুভ দিন। ব্যঙ্কের ঋণ মঞ্জুর হতেপারে ।
কন্যা– সম্পত্তি কেনাবেচার জন্য শুভ সময়। যানবাহনে ওঠা-নামার সময় অতিরিক্ত সতর্ক থাকুন। আজ অর্থ উপার্জনের ভাগ্য ভালো ।
তুলা– অতিরিক্ত খরচের জন্য বাড়িতে বিবাদ হতে পারে। বাবার জন্য কোনও চিন্তা বৃদ্ধি পেতে পারে। আজ কোনও জটিল সমস্যা সমাধান হতে পারে ।
বৃশ্চিক – আজ আপনার কোনও কাজ স্বীকৃতি লাভ করবে। কোনও আত্মীয়ের সঙ্গে সমস্যা দেখা দিতে পারে।
ধনু– স্ত্রীর উদ্যোগে ব্যবসায় সাফল্য লাভের যোগ রয়েছে। প্রতিবেশীর সঙ্গে সমস্যা বৃদ্ধি পেতে পারে।
মকর– আইনি ঝামেলা থেকে মুক্তি মিলতে পারে। ঘুরতে যাওয়া কোনও কারণে বাতিল হতে পারে।
কুম্ভ– অফিসে কাজের দ্বায়িত্ব বাড়তে পারে। আর্থিক সুবিধা পেতে পারেন। সন্তানদের জন্য মানসিক চাপ বাড়বে ।
মীন– কোনও ভাল কাজের জন্য সাফল্য লাভ পেতে পারে। ভালো কোনও উপহার পেতে পারেন।

Related articles

এবার কোন্নগর! এসআইআর ফর্ম বিলির চাপে সেরিব্রালে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বিএলও

এসআইআর ফর্ম বিলি ও সংগ্রহের অতিরিক্ত চাপে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন কোন্নগরের অঙ্গনওয়াড়ি কর্মী ও বিএলও তপতি...

বিশেষ চাহিদাসম্পন্ন পড়ুয়াদের জন্য রাজ্যের সহানুভূতি স্কলারশিপ! জানুন আবেদন পদ্ধতি

বিশেষ চাহিদাসম্পন্ন পড়ুয়াদের পাশে দাঁড়াতে রাজ্যের সহানুভূতি স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। নবম থেকে কলেজ স্তরের পড়ুয়াদের জন্য...

বালিতে যুব তৃণমূলের প্রতিবাদ-মিছিলে জনস্রোত! বিজেপির SIR চক্রান্তের অভিযোগ স্নেহাশিসের

বাংলার প্রকৃত ভোটারদের নাম বাদ দিতে তাড়াহুড়ো করে এই রাজ্যে এসআইআর করছে কেন্দ্রের বিজেপি সরকার। এর বিরুদ্ধে আমরা...

পুরসভা প্রতিবাদের আঁতুড়ঘর! বাংলার মনীষীদের অপমানের ঘটনায় কড়া সুর মেয়রের

বাংলার কৃষ্টি-সংস্কৃতি ও মনীষীদের ক্রমাগত অপমান-অসম্মানের বিরোধিতায় উত্তাল হল কলকাতা পুরসভা। ডবল ইঞ্জিন বিজেপি সরকারের নেতা-মন্ত্রীরা যেভাবে রামমোহন...
Exit mobile version