কুখ্যাত উন্নাও-ধর্ষণ মামলার রায় আজ

২০১৭ সালে উত্তরপ্রদেশের উন্নাওতে এক নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ ওঠে উন্নাওয়ের প্রভাবশালী বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গার ও তার দলবলের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে ক্ষোভে সোচ্চার হয়েছিল গোটা দেশ। যোগী রাজ্যের সেই কুখ্যাত উন্নাও ধর্ষণ মামলার রায় সোমবার। সুপ্রিম কোর্টের নির্দেশে মামলা লখনউ থেকে দিল্লিতে স্থানান্তরের পর টানা ৪৫ দিন রোজ শুনানি হয়। ঘটনায় মূল অভিযুক্ত কুলদীপ। এছাড়া অভিযুক্ত তার ভাইসহ কয়েকজন। পকসো আইনে তাদের বিরুদ্ধে অপহরণ, ধর্ষণ ও অপরাধমূলক ষড়যন্ত্রের ধারায় মামলা হয়েছে। কুলদীপের বিরুদ্ধে নিগৃহীতাকে এবছর খুনের চেষ্টার অভিযোগে আরেকটি মামলা রয়েছে। বহু টালবাহনার পর ঘটনার দুবছর বাদে দেশজোড়া নিন্দার মুখে এই বিধায়ককে দল থেকে বহিষ্কারের ঘোষণা করে বিজেপি।