Thursday, August 28, 2025

মেটিয়াবুরুজ বটতলা লাইব্রেরি সংলগ্ন মাঠে সিএএ এবং এনআরসির বিরুদ্ধে প্রতিবাদ সভায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আবেদন জানান যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই সভায় কেন্দ্র থেকে বিজেপিকে উৎখাত করার ডাক দিলেন তিনি। বললেন, আমরা সিএএ এবং এনআরসির সর্বসম্মতভাবে বিরোধিতা করেছি। যে বিল সংবিধান বিরোধী, তার বিরুদ্ধে রাস্তায় নামতে আমাদের কোনও বাধা নেই। কারণ হিসেবে তার যুক্তি, ভারতীয় সংবিধান কখনওই জাতি, ধর্ম-এর বিরোধিতা করে না। বিজেপির প্রতি তার হুঁশিয়ারি, আপনারা একটি কমিউনিটির জন্য করবেন অথচ আরেকটি কমিউনিটিকে বঞ্চিত করবেন, তা কখনওই হতে পারে না। এটা অনৈতিক, ভারতীয় সংবিধান বিরোধী। এমনকি তাঁর কটাক্ষ, বিজেপি ভারতের সংবিধান কে লংঘন করেছে। তাঁর সাফ কথা, যে রাজনৈতিক দল ভারতীয় সংবিধান না মেনে গায়ের জোরে দিল্লির মসনদে বসে থাকতে চায়, আমাদের দায়িত্ব তাদের সেই মসনদ থেকে ছুঁড়ে ফেলে দেওয়া।


তিনি বলেন, এ লড়াই দেশের লড়াই, কোন ধর্মের লড়াই নয়। তিনি স্মরণ করিয়ে দেন, ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছিল তখন এই পশ্চিমবঙ্গের মাটিই পথ দেখিয়েছিল। এ প্রসঙ্গে তিনি নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম উল্লেখ করেন। এমনকি 34 বছরের বাম শাসনকে নির্মূল করে এই বাংলাকে নতুন পথ দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে তিনি উল্লেখ করেন। বিজেপির প্রতি তাঁর কটাক্ষ, ভারতবর্ষের মানুষ যখন ভোট দিয়ে নির্বাচিত করল তোমাদের তখন মনে পড়েনি। অথচ এখন তাদের প্রমাণ করতে হবে তারা ভারতবাসী। এত সহজে এ রাজ্যের মানুষ তা মেনে নেবে না।

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version