Sunday, November 9, 2025

বৃহস্পতিবার শহরের পারদ 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে

Date:

আগামীকাল বৃহস্পতিবার শহরের পারদ এক ধাক্কায় দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত নামার সম্ভাবনা। মঙ্গলবার  শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13  ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা ১১ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে জানিয়ে দিল আবহাওয়া দফতর । উত্তর-পশ্চিমের রাজ্যগুলিতে শৈত্যপ্রবাহ চলছে। সেই শীতল হাওয়ায় সেই রাজ্যের পারদ এক ধাক্কায় ৬ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে।

আসলে পশ্চিমী ঝঞ্ঝা সরতেই হু হু করে নামছে তাপমাত্রার পারদ ৷ কয়েকদিন ধরেই বেশ শীতের আমেজ অনুভূত হচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর জানিযেছে, বুধবার থেকেই পশ্চিমী ঝঞ্ঝার কারণে যে মেঘ তা কেটে যাবে। অন্যদিকে উত্তর-পশ্চিমে থেকে যে শীতল হাওয়া আমাদের রাজ্যে আসে সেই হাওয়ায় আর কোনও বাধা নেই। পশ্চিমী ঝঞ্জা পুরোপুরি কেটে যাওয়াতেই এবার পাকাপাকিভাবে শীত আসছে রাজ্যে।

অন্যদিকে এক ধাক্কায় দশের নীচে নেমে গেল শান্তিনিকেতন-সহ বীরভূমের বিভিন্ন জায়গার সর্বনিম্ন তাপমাত্রা। আগামী দিনে তা আরও কমার সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। পশ্চিমের জেলাগুলিতে শৈত্যপ্রবাহের সম্ভাবনাও রয়েছে।

বুধবার শান্তিনিকেতনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৯ ডিগ্রি সেলসিয়াস। এ দিন দক্ষিণবঙ্গের শীতলতম স্থান ছিল এই শান্তিনিকেতনই।দক্ষিণবঙ্গের আরও দুই শীতলতম স্থান, পুরুলিয়া আর পানাগড়েও তাপমাত্রা নেমেছে হুহু করে। এ দিন পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৪ ডিগ্রি এবং পানাগড়ে ১১ ডিগ্রি। খুব একটা পিছিয়ে নেই আসানসোল আর বাঁকুড়াও। এই দুই শহরে এ দিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ১২.৩ এবং ১২.৬ ডিগ্রি সেলসিয়াস।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version