Tuesday, May 20, 2025

চক্রান্ত করে গণ্ডগোল পাকানো এবং দাঙ্গা লাগানোর জন্য বিজেপি “বিশেষ” টুপি কিনছে! বৃহস্পতিবার রানি রাসমণি রোডে ছাত্র-যুবদের ডাকা NRC-CAA বিরোধী মঞ্চ থেকে রাজ্যবাসীকে এভাবেই সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন মুখ্যমন্ত্রী সকলে সতর্ক করে বলেন, “বিজেপির খেলাকে বন্ধ করে দিন। বিজেপির ফন্দি-ফিকির আটকে দিন। বিজেপি বাজার থেকে টুপি কিনেছে। একটি বিশেষ সম্প্রদায় পরে, এমন টুপি কিনছে বিজেপি। এবার সেই টুপি পরিয়ে কিছু লোককে বাজারে ছাড়বে গন্ডগোল পাকানোর জন্য। এই ধরনের টুপি পরে অশান্তির করবে। সবাইকে সতর্ক থাকতে হবে।”

টুপি নিয়ে বিজেপিকে তোপ দেগে মমতা বলেন, সম্মান জানাতে গান্ধীজির টুপি কিনুন। নেতাজির টুপি কিনুন।পাঞ্জাবিদের পাকরি কিনুন। কিন্তু গণ্ডগোল পাকানোর জন্য টুপি কিনবেন না।

এদিন ফের বিজেপি ফেক ভিডিওর প্রসঙ্গ তোলেন মমতা। তিনি জানান, এসব ভিডিওকে এটাকে বিশ্বাস করবেন না। এটাকে ছড়িয়ে দিচ্ছে। বিজেপির টাকায় ৯৯ শতাংশ ফেক ভিডিও তৈরি হয়। মানুষকে ভুল বোঝাতে বিজেপি হাজার হাজার হোয়াটস আপ খুলেছে বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী।

নতুন ভোটার কার্ডের কাজ শুরু হবে। এই প্রসঙ্গে মমতা সকলকে সতর্ক করে বলেন, “টাকা দিয়ে বিজেপি অনলাইনে ভুল নাম তুলে দিতে পারে। সেদিকে নজর রাখতে হবে।সতর্ক থাকতে হবে। সবাই ভোটার লিস্টে নাম তুলুন। কারও নাম যেন বাদ না যায়।”

পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী জানান, ১০ বছর অন্তর জনগণনা হয়। বিজেপি জনগণনার নাম করে ফন্দি করতে পারে। তাছাড়া এই বিষয়টি নিয়ে অনেক আপত্তি জমা পড়েছে তাঁর কাছে। তাই সবদিক বিবেচনা করে এখনই জনগণনা করছে না রাজ্য সরকার।

Related articles

পাক বিরোধী প্রচারের প্রতিনিধি দলে থাকুন জওয়ানরা, শহিদ-মৃতদের পরিবারও: প্রস্তাব অভিষেকের

পাক বিরোধী প্রচারে বিদেশে পাঠানো প্রতিনিধি দলে থাকুন দেশের অতন্দ্র প্রহরী জওয়ানরা। থাকুন শহিদ ও মৃতদের পরিবারের সদস্যরাও।...

সৌভিক, জ্যোতির্ময়ীদের হাতে উদ্বোধন ক্রীড়া সাংবাদিক ক্লাবের স্পোর্টস মিউজিয়াম

অভিনব উদ্যোগ ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের(CSJC)। শহরের বুকে নয়, এবার জেলাতে স্পোর্টস মিউজিয়াম(Sports Museum)। ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের...

এফডি-তে সুদের হার ফের কমাল এসবিআই!  ক্ষতির মুখে আমানতকারীরা

ফিক্সড ডিপোজিটে (FD) বিনিয়োগকারীদের জন্য বড় ধাক্কা। ফের একবার সুদের হার কমাল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। সর্বশেষ...

সরকারি প্রকল্পে পাঁচ বছরের বেশি সময় ধরে পড়ে থাকা টাকা ফেরত নেওয়ার উদ্যোগ রাজ্যের 

পাঁচ বছর বা তার বেশি সময় ধরে বিভিন্ন সরকারি প্রকল্পের খাতে পড়ে থাকা অব্যবহৃত অর্থ ফেরত নেওয়ার প্রক্রিয়া...
Exit mobile version