ফের সিএএ নিয়ে মুখ্যমন্ত্রীকে ‘পরামর্শ’ রাজ্যপালের। বৃহস্পতিবার সকালে, মমতা বন্দ্যোপাধ্যায়কে উল্লেখ করে নিজের টুইটার হ্যান্ডেলে জগদীপ ধনকড় লেখেন, “সুপ্রিম কোর্টও নাগরিকত্ব সংশোধন আইনে স্থগিতাদেশ দিতে রাজি হয়নি এবং এই আইনের বৈধতা বিষয়টি দেখছে। তাই এ নিয়ে আন্দোলন ও বিক্ষোভের পথ থেকে সবাই সরে আসুন। যাতে শান্তি বজায় থাকে ও সাধারণ মানুষের ভোগান্তির শেষ হয়”।
এরই পাশাপাশি, বুধবার, মুখ্যসচিব ও পুলিশের ডিজি তাঁর সঙ্গে দেখা করে হিংসা কবলিত এলাকাগুলিতে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেন রাজ্যপাল।

.@MamataOfficial. Now that the Supreme Court is seized of challenge to validity of Citizenship (Amenendment) Act 2019 and has granted no stay, I appeal all to give up agitational path in the interest of peace so that normalcy returns and suffering of people is contained.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) December 19, 2019
কিন্তু রাজ্যপালের ইচ্ছের বিষয়টি উদ্বেগের কারণ হতে পারে বলে মনে করছে প্রশাসন। যেভাবে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়কে বুধবার, মুর্শিদাবাদে ঢুকতে বাধা দেওয়া হয়, রাজ্যপালের সঙ্গেও সেরকম কিছু ঘটলে দায় রাজ্যের উপরেই এসে পড়বে বলে আশঙ্কা নবান্নের। কিন্তু নবান্নের নিষেধ ধনকড় শুনবেন বলে মনে করেন না কেউই। এই পরিস্থিতি নিয়ে ফের সংঘাত আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন-জামিয়ার পড়ুয়াদের গ্রেফতারি থেকে সুরক্ষার আর্জি খারিজ হাইকোর্টে