নাগরিকত্ব সংশোধনী আইন কোন দিক থেকে সংখ্যালঘু বিরোধী ? কেন এই আইনকে ভারতীয় নাগরিকদের জন্য আশঙ্কার বলা হচ্ছে? এই কথাগুলো কারা বলছে? এবার পাল্টা প্রশ্ন তুললেন অমিত শাহ। নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে যাবতীয় হিংসার দায় দেশের বিরোধী দলগুলির দিকে ছুঁড়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনে যা আদৌ বলাই হয়নি সেসব মনগড়া অভিযোগ তুলে গোলমাল পাকানো হচ্ছে।

অমিত শাহের ব্যাখ্যা, নাগরিকত্ব সংশোধনী আইনটাই তো ভারতীয় নাগরিকদের জন্য প্রযোজ্য নয়। আইন তো আনা হয়েছে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের সংখ্যালঘুদের জন্য, যারা ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ভারতের আশ্রয়প্রার্থী। এই আইনে কারুর নাগরিকত্ব যাওয়ার প্রশ্নই নেই, শুধু নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। তাহলে এই বিরোধিতা কেন? কোন উদ্দেশ্যে?

অমিত শাহ বলেন, নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে উল্টোপাল্টা বুঝিয়ে কংগ্রেস, তৃণমূল, আপ, বাম দলগুলি হিন্দু-মুসলমানের মধ্যে বিভাজন করতে চাইছে। এদের অপপ্রচারে কিছু মানুষ ভুল বুঝছে। কিন্তু এসবে লাভ হবে না। নাগরিকত্ব সংশোধনী আইন প্রত্যাহার করার প্রশ্নই নেই।
