Thursday, November 13, 2025

ফোর্বসের 100 জনের তালিকায় প্রথম ক্রীড়াবিদ হিসেবে শীর্ষে বিরাট কোহলি

Date:

কিং কোহলি’র মুকুটে আরও একটি পালক৷

বলিউডের সব বড় তারকাকে পিছনে ফেললেন তিনি৷ ফোর্বস ইন্ডিয়ার সেরা সেলিব্রিটির তালিকার শীর্ষে বিরাট কোহলি৷ এই প্রথম কোনও ক্রীড়াবিদ শীর্ষে পৌঁছলো৷ অতীতে সেরা 10-এ জায়গা পেয়েছেন এমএস ধোনি ও সচিন তেন্ডুলকর৷ এবার বিরাট কোহলি এক ধাক্কায় ছিটকে দিলেন বলিউডের বড় বড় তারকাদের।

ফোর্বসের ভারতীয় সেলিব্রিটিদের 100 জনের তালিকায় প্রথমবার শীর্ষে জায়গা করে নিলেন ভারতের ক্রিকেট অধিনায়ক। এর আগে শীর্ষ স্থান দখলে থাকতো মূলত অভিনেতাদেরই।
2018-র 1 অক্টোবর থেকে 2019-এর 30 সেপ্টেম্বর পর্যন্ত বিরাট কোহলি রোজগার করেছে 252.72 কোটি টাকা। এই কারনেই তিনি পৌঁছে গেলেন শীর্ষে৷

ফোর্বসের তথ্য অনুযায়ী বিরাট কোহলির পর দ্বিতীয় স্থানে রয়েছেন অভিনেতা অক্ষয় কুমার৷ তাঁর রোজগার 293 কোটি টাকা৷ তিন নম্বরে রয়েছেন সলমন খান। 2016 থেকেই সেরা তিনে নিজেকে ধরে রেখেছেন সলমন।

প্রশ্ন উঠতে পারে, কেন বিরাট কোহলির থেকে বেশি রোজগার হওয়া সত্বেও দ্বিতীয় স্থানে অক্ষয় কুমার ? তাঁর জবাব দিয়েছে ফোর্বস।
ফোর্বস জানিয়েছে, ‘‘সেলিব্রিটি র‍্যাঙ্ক তৈরি হয় তাঁর রোজগারের পাশাপাশি তাঁদের প্রিন্ট ও সোশ্যাল মিডিয়া সার্চ দিয়েও। কোনও কোনও সেলিব্রিটি চাহিদার দিক থেকে অনেক উচ্চতায় থাকেন, টাকার নিরিখে এগিয়ে আছেন যারা, তাঁদের থেকেও। আবার কারও টাকা থাকলেও চাহিদা তেমন থাকে না।”
ফোর্বস ইন্ডিয়ার বলেছে, কোহলি টাকা রোজগার করেন ম্যাচ ফি থেকে, BCCI-এর সেন্ট্রাল কন্ট্রাক্ট থেকে, ব্র্যান্ড এনডোর্সমেন্ট থেকে এবং ইনস্টাগ্রামের পোস্ট থেকে। প্রাক্তন ভারত অধিনায়ক এমএস ধোনি এবং মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর অতীতে সেরা 10-এ পৌঁছেছিলেন। 5 ও 9 নম্বরে জায়গা করে নিয়েছিলেন তাঁরা। ফোর্বসের তথ্য বলছে,অবসরের বছরেও তেন্ডুলকর বাড়তি পয়েন্ট পেয়ে সেরা দশে পৌঁছেছিলেন৷

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version