Friday, August 22, 2025

ঝাড়খণ্ডে হারের জন্য রঘুবর দাসকেই দুষছে গোটা গেরুয়া শিবির

Date:

ঝাড়খন্ড বিধানসভা নির্বাচনে পরাজয় স্বীকার করে নিলেন মুখ্যমন্ত্রী রঘুবর দাস। ভোট গণনার বিকেলের ট্রেন্ড বলছে ওই রাজ্যে দ্বিতীয় স্থানেই থাকছে বিজেপি। ওদিকে ইতিমধ্যেই 41-এর ম্যাজিক ফিগার পেরিয়ে গিয়েছে বিরোধী কংগ্রেস-JMM-RJD জোট। সরকার গড়ার আর কোনও সম্ভাবনা নেই বুঝেই সোমবার বিকেলে পদ থেকে ইস্তফা দিয়েছেন মুখ্যমন্ত্রী রঘুবর দাস৷ তিনি বলেছেন, “মানুষের রায় মাথা পেতে নিচ্ছে বিজেপি।” ঝাড়খন্ডের রাজনৈতিক ইতিহাস বলছে, সে রাজ্যে কোনো মুখ্যমন্ত্রী পরপর দুবার সরকার গড়তে পারেন নি। এবারও সম্ভবত এর অন্যথা হচ্ছে না৷

অবশ্য এদিন সকালের দিকে রঘুবর দাস বলেছিলেন, “আমি আশাবাদী ফল আমাদের দিকেই যাবে।চূড়ান্ত গণনা অবধি আমরা অপেক্ষা করবো। তিনি যোগ করেছিলেন, কয়েকটি আসনে মেরুকরণ হয়েছে। কিছু আসনে প্রতিষ্ঠান- বিরোধিতা রয়েছে। কিন্তু আমরা নিশ্চিত চূড়ান্ত ফল বেরোলে আমরাই সরকার গড়বো। আমরা সে বিষয়ে আত্মবিশ্বাসী। একই কথা শোনা গেছিলো কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডার গলায় ভোটার চূড়ান্ত ফল দেখে শরিক নির্বাচন করবে দল, জানিয়েছিলেন তিনি। কিন্তু শেষ বেলার গণনায় সেই আশাও ক্ষীণ হলো হলো বলে মত পর্যবেক্ষকদের।

এদিকে ঝাড়খণ্ডে এই হারের জন্য মুখ্যমন্ত্রী রঘুবর দাসকেই দুষছে গোটা গেরুয়া শিবির। বিজেপি’র অভিযোগ, রঘুবর দাসের দম্ভ, অর্জুন মুন্ডার মতো আদিবাসী বরিষ্ঠ মুখকে একঘরে করে দেওয়া, বিজেপি শরিক আজসু নেতা সুদেশ মাহাতোকে
অবজ্ঞা করার মাশুলই দিতে হলো বিজেপিকে৷
এই সবই ভোটে বিরূপ প্রভাব ফেলেছে। রঘুবর দাসের খামখেয়ালি আচরণেই জোট হিসেবে লড়তে পারেনি রাজ্য বিজেপি৷ প্রশাসন পরিচালনায় তাঁর অদক্ষতাও সমালোচনার মুখে পড়েছে। দলের ছোট-বড় কোনো নেতার সঙ্গেই সদ্ভাব ছিল না রঘুবর দাসের। ভোট প্রস্তুতিতে তার প্রভাব পড়েছিল বলেই এখন মনে করছে বিজেপি৷

রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে ক্ষমতা হারিয়েছে বিজেপি। এবছর অক্টোবরে একপ্রস্থ শরিকি বিবাদের পর বিজেপির হাত ছেড়ে মহারাষ্ট্রে কংগ্রেস ও NCP-র সঙ্গে জোট গড়ে সরকার চালাচ্ছে শিব সেনা। এই মুহুর্তে CAA নিয়ে উত্তাল গোটা দেশ৷ তার মাঝেই ঝাড়খন্ডে বিরোধীদের এই জয় তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিজেপির একাংশ৷

Related articles

ভোটার তালিকায় কারচুপির অভিযোগে ৫ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

ভোটার লিস্টে (Voter list) অনিয়মের অভিযোগে ৫ আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল রাজ্য। ২ জন ডব্লুবিসিএস অফিসার-সহ ৪...

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...
Exit mobile version