ভারতে সূর্যের বলয়গ্রাস বৃহস্পতিবার, কলকাতা থেকে দেখা যাবে আংশিক গ্রহণ

আগামী বৃহস্পতিবার কলকাতা সহ ভারতের বিভিন্ন রাজ্য ও পৃথিবীর অন্যান্য দেশ থেকে দেখা যাবে সূর্যগ্রহণ।

⚫ এই সূর্যগ্রহণ বছরের তৃতীয় ও শেষ সূর্যগ্রহণ৷

⚫ গ্রহণ স্থায়ী হবে সর্বোচ্চ 3 মিনিট 40 সেকেন্ড।

⚫ গ্রহণ শুরু হবে সকাল 8টা 26 মিনিট 55 সেকেন্ডে।

⚫ শেষ হবে 11টা 32 মিনিট 37 সেকেন্ডে।

⚫ গ্রহণ সর্বোচ্চ সীমায় পৌঁছবে 9টা 52 মিনিট 37 সেকেন্ডে।

⚫ কলকাতা থেকে দেখা যাবে Partial Solar Eclipse বা আংশিক সূর্য গ্রহণ৷

⚫ ভারত থেকে সূর্যের সর্বোচ্চ 89.4 শতাংশ ঢাকা পড়তে দেখা যাবে বেঙ্গালুরু থেকে।

⚫ কলকাতা থেকে 45.1 শতাংশ ঢাকা পড়তে দেখা যাবে৷

⚫⚫ সূর্যগ্রহণ দেখতে হলে খালি চোখে কখনই দেখা উচিত নয়। চোখের সুরক্ষার বন্দোবস্ত করার পরই আকাশের দিকে তাকাতে হবে।

বলয়গ্রাসকে বলা হয় আগুনের বলয়। চাঁদ সূর্যের কেন্দ্রকে ঢেকে ফেলায় সূর্যের কেবল বাইরের প্রান্তটুকুই দৃশ্যমান থাকে বলয়গ্রাসের সময়।
বেঙ্গালুরু ও কলকাতা ছাড়াও ভারতের বহু রাজ্য থেকেই দেখা যাবে সূর্যগ্রহণ।
চেন্নাইতে সূর্যের সর্বোচ্চ 84.6 শতাংশ, মুম্বইতে 78.8 শতাংশ, হায়দরাবাদে 74.3 শতাংশ, আহমেদাবাদে 66 শতাংশ ও দিল্লিতে 44.7 শতাংশ ঢাকা পড়তে দেখা যাবে বলে বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম সংবাদ সংস্থা জানিয়েছে। ভারত ছাড়াও সূর্যগ্রহণ দেখা যাবে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরশাহি, ওমান, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জ এবং গুয়াম থেকে।

ওদিকে, 2020 সালের প্রথম সূর্যগ্রহণ হবে 10 জানুয়ারি। 2019 সালের শেষ সূর্যগ্রহণের পনেরো দিন পরেই।

Previous articleরাজনীতির সঙ্গে ধর্ম জুড়ে আমরা ভুল করেছিলাম, বিস্ফোরক উদ্ধব ঠাকরে
Next articleপুলিশ নির্দোষ, আলিগড়ের ভিডিও দেখিয়ে বলল প্রশাসন