Thursday, August 21, 2025

ইতিমধ্যেই তাঁকে দর্শক চেনেন নবীনচন্দ্র দাস হিসেবে। যিনি ‘রসগোল্লা’র উদ্ভাবক। আসলে উজান গঙ্গোপাধ্যায় ফিল্মের ক্যারিয়ার শুরু হয়েছে ‘রসগোল্লা’ ছবি দিয়ে। সিনেমার পাশাপাশি তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র। এবারের সমাবর্তনে ডিগ্রি ছাড়াও পেয়েছেন তিনটি বিশেষ পুরস্কার। মঙ্গলবার, পুত্রের জীবনের এই বিশেষ দিনে যাদবপুর বিশ্ববিদ্যালয় উপস্থিত ছিলেন বাবা পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। ডিগ্রির পাশাপাশি “স্টুডেন্ট অফ দ্যা ইয়ার”-এর সম্মান, সব বিভাগ মিলিয়ে সেরা ছাত্রের সম্মান এবং কলা বিভাগের সেরা ছাত্রের শিরোপা পেয়েছেন উজান।
‘রসগোল্লা’ ছবিতে অভিনয়ের সময়ই যাদবপুরে ইংরেজিতে স্নাতকস্তরের ছাত্র ছিলেন উজান গঙ্গোপাধ্যায়। এখন তিনি স্নাতকোত্তরে পড়ুয়া। এত গুলি পুরস্কার একসঙ্গে পেয়ে আপ্লুত যাদবপুরের এই কৃতি। তবে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন, বরাবরই লেখাপড়ার পাশাপাশি সাহিত্য চর্চা, গান, অভিনয় সহ অন্যান্য বিষয়ে তাঁর আগ্রহ রয়েছে। ইয়ুথ পার্লামেন্টে সেরা বক্তার সম্মান তিনি এনে দিয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়কে।
যেদিন এ সম্মান পেলেন উজান, সেদিন যাদবপুরে বিক্ষোভের আঁচ। সমাবর্তনে যদি উপস্থিত থাকতেন আচার্য তথা রাজ্যপাল জগদীপ ধনকড় তবে কি তাঁর হাত থেকে পুরস্কার নিতেন কৌশিক তনয়? সরাসরি এর উত্তর না দিয়ে তিনি জানান, উপাচার্য সুরঞ্জন দাসকে তিনি অত্যন্ত শ্রদ্ধা করেন। সুতরাং তাঁর হাত থেকে পুরস্কার নিতে পেরে তিনি গর্বিত। একই সঙ্গে উজান বলেন, তিনি তাঁর বন্ধুদের সঙ্গে সহমত। আলিগড়, জামিয়া মিলিয়ার পড়ুয়াদের উপর যেভাবে হামলা হয়েছে, তাতে তিনি ব্যতীত। কৃতি ছেলের পাশে দাঁড়িয়ে কৌশিক গঙ্গোপাধ্যায়ের বলেন, ছাত্রছাত্রীদের স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার দেওয়া উচিত।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version