এবার কলকাতা পুলিশের বাহিনীতে নয়া সংযোজন কমব্যাট-প্রশিক্ষিত মহিলাদের বিশেষ টিম ‘ ওয়ারিয়র্স’। মঙ্গলবার থেকে কলকাতার সমস্ত জায়গায় নেমে পড়েছে ‘ওয়ারিয়র্স’-রা। বড়দিনের দিন চলবে তাঁদের বিশেষভাবে নজরদারি। গতকাল থেকেই তাঁরা বিশেষ সুরক্ষা দিচ্ছে শহরবাসীকে।

২০০ জন মহিলা কনস্টেবলের মধ্য থেকে ৩০ জনকে এই বাহিনীর জন্য বাছাই করে ২ মাসের কঠোর প্রশিক্ষণের চলছে। বিশেষ ভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র চালনা, ‘আনআর্মড কমব্যাট’। এবং আরও অনেক রকমের ‘এন্ডিউর্যান্স ট্রেনিং’-এ প্রশিক্ষিত করা হয়েছে, এবং কমব্যাট-বাহিনীকে দেওয়া হয়েছে বিশেষ ইউনিফর্ম। শহরের বিভিন্ন মোড়ে ২৪x৭ মোতায়েন থাকা ‘ কুইক রেসপন্স টিম’ (QRT) –এর শরিক হবে এই সশস্ত্র মহিলা বাহিনী ‘ওয়ারিয়র্স’। এই সশস্ত্র মহিলা বাহিনীর যাত্রা শুরু হয়েছে মঙ্গলবার থেকেই। গতকাল ‘ওয়ারিয়র্স’ বাহিনীর সঙ্গে উপস্থিত ছিলেন নগরপাল অনুজ শর্মা।
