CAA: 5 জানুয়ারি থেকে দেশে শুরু বিজেপির মেগা প্রচার

0
9

দেশজুড়ে সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইনের বিষয়ে সমাজের বিভিন্ন অংশের মানুষকে বোঝাতে এবং আইন সম্পর্কে প্রশ্ন বা সংশয় দূর করতে দেশজুড়ে মেগা প্রচার শুরু করতে চলেছে বিজেপি। জানুয়ারির 5 তারিখ থেকে দেশের সব অংশে সিএএ-র পক্ষে প্রচার শুরু হবে। এজন্য নির্দিষ্টভাবে বাছাই করা নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে, যাঁরা আইনের খুঁটিনাটি বোঝাবেন। আইনে ঠিক কী কী বলা হয়েছে তা সঠিকভাবে মানুষের সামনে তুলে ধরতেই এই কর্মসূচি। এর মাধ্যমে দেশের তিন কোটি পরিবারের কাছে পৌঁছনোর উদ্যোগ নিয়েছে বিজেপি কেন্দ্রীয় কমিটি। সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট মানুষ, দলিত বা পিছিয়ে পড়া অংশের মানুষ ও সংখ্যালঘু মানুষদের বোঝানোর বিষয়টিকে আলাদা গুরুত্ব দেওয়া হচ্ছে। বিজেপি সভাপতি অমিত শাহ, কার্যনির্বাহী সভাপতি জগৎপ্রকাশ নাড্ডাও এই মেগা প্রচারে অংশ নেবেন।