Thursday, August 21, 2025

এবার আসরে নামলেন ইরানের শীর্ষ নেতা আয়াতোল্লা আলি খামেনেই। আমেরিকার বিরুদ্ধে ভয়াবহ বদলা নেওয়ার হুমকি দিলেন তিনি৷ খামেনেই বলেছেন, “মার্কিন হানায় ইরানের কম্যান্ডার জেনারেল কাসেম সোলেমানির মৃত্যু হয়েছে৷ এই মৃত্যুর পর ‘জিহাদ’ আরও বাড়বে। আর তাতে জয়ী হবেন ‘জিহাদি’রাই।” এ দিন টুইট-বার্তায় ইরানের শীর্ষ নেতা আয়াতোল্লা আলি খামেনেই বলেন, ‘‘গত কয়েক বছর ধরে যে নিরলস কাজকর্ম করে গিয়েছেন, গত কাল শহিদ হয়ে তার পুরস্কার পেলেন সোলেমানি।’’ শুক্রবার ভোরে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন ড্রোন হানায় নিহত হন জেনারেল কাসেম সোলেমানি। সোলেমানির মৃত্যুতে ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত ঘোষণা করেছেন খামেনেই। সোলেমানির সঙ্গেই প্রাণ হারান ইরাকি জঙ্গি সংগঠনের ডেপুটি আবু মহদি আল-মুহান্দিস ওরফে জামাল জাফর ইব্রাহিমি-সহ ৬ জন।
টুইট করার পর ইরানের সরকারি টেলিভিশনেও আসেন খামেনেই৷ সেখানে তিনি বলেন, ‘‘সোলেমানির চলে গিয়েছেন বলে তাঁর কাজ বন্ধ হবে না। তাঁর পথই অনুসরণ করা হবে। আর যে অপরাধীদের হাত সোলেমানি ও অন্য শহিদদের রক্তে লাল হল, তাদের বিরুদ্ধে শীঘ্রই বদলা নেওয়া হবে।’’ ইরানের বিদেশমন্ত্রী জাভাদ জারিফ মার্কিন ড্রোন হানাকে ‘আন্তর্জাতিক সন্ত্রাসবাদ’ বলে নিন্দা করেছেন। তিনি বলেছেন, ‘আগামী দিনে আমেরিকাকে এর মূল্য দিতে হবে”৷

আরও পড়ুন-ভাটপাড়া নিয়ে ডিভিশন বেঞ্চে অস্বস্তিতে শাসকদল, সোমবার শুনানি

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version