Thursday, August 28, 2025

নৈহাটি বিস্ফোরণ কাণ্ড নিয়ে ঘুরিয়ে প্রশাসনের গাফিলতিকে দায়ী করলেন রাজ্যপাল

Date:

এবার নৈহাটি বিস্ফোরণ কাণ্ড নিয়ে ঘুরিয়ে প্রশাসনকেই দায়ী করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। নৈহাটি থানার দেবক গ্রামে শুক্রবার বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয় দুই মহিলা-সহ চার জনের। আশঙ্কাজনক একজন।

এই ঘটনায় দুঃখ প্রকাশ করে রাজ্যপাল এক টুইট বার্তায় বলেন, “মসজিদপাড়ায় কারখানায় বিস্ফোরণে বেশ কয়েকজন নিহত। নৈহাটির এই ঘটনা আমাকে দুঃখ দিয়েছে। এই ঘটনা আমাকে অবাকও করেছে। অভিযোগ করা হচ্ছে, ওই অবৈধ কারখানায় দীর্ঘদিন ধরে নিষিদ্ধ বোমা তৈরি করা হতো। এই বিষয়ে প্রশাসনের ভূমিকা কী হবে সেটা অবিলম্বে ঠিক করা দরকার। উচ্চ পর্যায়ে তদন্ত হওয়া প্রয়োজন।”

উল্লেখ্য, এই বিস্ফোরণের তীব্রতায় প্রায় ৮ কিমি জুড়ে কম্পন অনুভূত হয়। কেমিক্যালের ড্রাম থেকে বিস্ফোরণ ঘটেছে বলে পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান। বিজেপির সাংসদ অর্জুন সিং এনআইএ তদন্তের দাবি তুলেছেন। বারাকপুর পুলিশ কমিশনার মনোজ বর্মা জানিয়েছেন, ফরেন্সিক টিম এসে রিপোর্ট দেবে। তারপরেই জানা যাবে বিস্ফোরণের কারণ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেআইনি এই বাজি কারখানায় প্রায় ৩০ জন শ্রমিক কাজ করেন। শুক্রবার সাধারণত এই কারখানায় ছুটি থাকে। তবে এদিন দুই মহিলা-সহ পাঁচজন কারখানায় কাজ করছিলেন। অন্য দিন দুর্ঘটনা ঘটলে মৃত্যুর সংখ্যা আরও বাড়ত। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, কারখানার মালিকের নাম নুর হুসেন। সে ঘটনার পর থেকেই পলাতক।

এদিকে, এই বিস্ফোরণ কাণ্ডকে সামনে রেখে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি সাংসদ অর্জুন সিং যেমন ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন, অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে রাজ পুলিশের উপরও ভরসা রাখার কথা বলা হচ্ছে।

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version