Sunday, May 4, 2025

দফতর পছন্দ না হওয়ায় মন্ত্রিসভা থেকে ইস্তফা শিবসেনা বিধায়কের

Date:

জোড়াতালির সরকার গঠন করে ক্ষমতা ভাগ-বাঁটোয়ারার ফল কী হয়, শুরু থেকেই বুঝতে পারছে মহারাষ্ট্র। উদ্ধব ঠাকরের মন্ত্রিসভা থেকে এবার পদত্যাগ করলেন শিবসেনার বিধায়ক আবদুল সাত্তার। কয়েকবারের পুরনো এই বিধায়ক বিধানসভা ভোটের আগে কংগ্রেস ছেড়ে শিবসেনায় যোগ দেন এবং ঔরঙ্গাবাদ কেন্দ্র থেকে জিতে আসেন। উদ্ধবপুত্র আদিত্য ঠাকরে রাজনীতিতে নবাগত ও প্রথমবার বিধায়ক হয়েই পূর্ণমন্ত্রী হয়েছেন। সেখানে প্রবীণ বিধায়ক সাত্তারকে রাষ্ট্রমন্ত্রীর পদ দেওয়া হয়েছে। দফতর বণ্টনে অখুশি হয়েই তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে খবর। তবে শিবসেনার পরিষদীয় নেতা একনাথ শিণ্ডে জানিয়েছেন, পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি। তাঁকে বোঝানোর চেষ্টা করা হবে।

মহারাষ্ট্রের মন্ত্রিসভা সম্প্রসারণে অখুশি কংগ্রেসও। দলীয় বিধায়করা নিজেদের অসন্তোষ জানিয়ে রাহুল গান্ধীর কাছে দরবার করেছেন। অন্যদিকে বিড জেলার এনসিপি বিধায়ক প্রকাশ সোলাঙ্কি রাজ্য-রাজনীতির গতিপ্রকৃতি দেখে ক্ষুব্ধ হয়ে বিধায়ক পদই ত্যাগ করেছেন। রাজ্যের পরিস্থিতি দেখে কেন্দ্রীয় মন্ত্রী ও মহারাষ্ট্রের নেতা রামদাস অটোয়ালের কটাক্ষ, এখানে একটা অটোরিকশার সরকার তৈরি হয়েছে, যার তিনটি চাকা তিনদিকে ঘুরছে। মতাদর্শের মিল না থাকা তিন দল ক্ষমতার লোভে সরকার গড়লে কী হয়, দেখতে পাচ্ছে মহারাষ্ট্র।

আরও পড়ুন-ধর্মান্ধতা কোনও দেশ-কাল-পাত্র মানে না, কেন বললেন রাহুল?

 

Related articles

মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

ওয়াকফ বিরোধী আন্দোলনের (protest against WAQF ammendment act) নামে মুর্শিদাবাদ জুড়ে গন্ডগোল এবং উত্তেজনার জেরে জাফরাবাদে বাবা-ছেলের খুনের...

রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক জওয়ানকে আটক বিএসএফের 

কাশ্মীরে হামলার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করার...

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...
Exit mobile version