Wednesday, August 20, 2025

রাজনীতির চাইতে রাজনীতির বাইরের খবরেই বেশিরভাগ সময় থাকছেন প্রাক্তন সাংসদ বিজেপি নেতা অনুপম হাজরা। তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানি আর মারধরের অভিযোগ এনে শেক্সপিয়ার সরণি থানায় অভিযোগ দায়ের করলেন কসবার এক বাসিন্দা। অনুপম অবশ্য এরমধ্যে তৃণমূলের চক্রান্ত দেখছেন।

শনিবার রাতে হো চি মিন সরণির একটি পানশালায় বান্ধবী ও কয়েকজনের সঙ্গে গিয়েছিলেন কসবার বাসিন্দা সুরেশ রায়। সেই পানশালায় অনুপম হাজরাও গিয়েছিলেন। সুরেশবাবু বলছেন এই সময়ে তার এক বন্ধু তাকে বলেন উনি প্রাক্তন সাংসদ অনুপম হাজরা সেই শুনে অনুপমবাবুর কিছু ছবি আমি তুলি। হঠাৎই অনুপমবাবু এসে আমাকে গালিগালাজ শুরু করেন, মারধর করেন। শুধু তাই নয়, সুরেশবাবুর অভিযোগ, অনুপম তার ওয়াই ক্যাটাগরি সিকিউরিটি দেখিয়ে বলেন, দরকার হলে এরা তোমাকে এনকাউন্টার করে দেবে। সুরেশের দাবি, এই সময় আমি পানশালা থেকে বেরিয়ে আসতে যাই। তখন ধাক্কা মেরে আমাকে রাস্তায় ফেলে দেওয়া হয়, গলার সোনার চেন ছিঁড়ে নেওয়া হয়, ফোন ভেঙে দেওয়া হয়, বান্ধবীকে মারধর করা হয় এবং শ্লীলতাহানিও করা হয়। অবাক কাণ্ডে সুরেশবাবু হতচকিত হয়ে যান। এরপর শেক্সপিয়ার সরণি থানায় অভিযোগ দায়ের করেন। অনুপমের বিরুদ্ধে ৩২৩,৩৪১, ৩৫৪, ৩৭৯, ৪২৭ ও ৫০৬ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।

অনুপম পরে সোশ্যাল মিডিয়ায় ঘটনাটি আপলোড করে জানান, ভদ্রলোক মদ্যপ ছিলেন। লুকিয়ে আমার ভিডিও তুলছিলেন। আমার নিরাপত্তারক্ষীরা দেখে আমায় জানান। ভিডিও করতে বারণ করা হয়। তাতেও উনি শোনেননি। দ্বিতীয়বার ভিডিও করার সময় নিরাপত্তারক্ষীরা ওনাকে হাতেনাতে ধরে ফেলেন। এরপর পানশালার মালিক ওনাকে বের করে দেন। যেটা বলা হচ্ছে, পুরোটাই রঙ চড়িয়ে। তৃণমূলই এসব করাচ্ছে।

Related articles

JPC-র ঢাল দিয়ে লোকসভায় পেশ কালো আইন: সরব বিরোধীরা

গায়ের জোরে ২০২৩ সাল থেকে একের পর এক বিল পাশ, আইন পাশ করানোই নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ মোদি...

অভিনেত্রী নয়, ‘নেত্রী’ হওয়ার জন্য আয়নার সামনে ভাষণ প্র্যাকটিস সাবিত্রীর!

বাংলা সিনেমা জগতের কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় (Sabitri Chatterjee) নাকি রাজনৈতিক নেত্রী হতে চেয়েছিলেন! আয়নার সামনে দাঁড়িয়ে রীতিমত...

হিটলারি আঘাত: ‘গণতন্ত্র হত্যাকারী’ সংশোধনী বিলের বিরোধিতায় গর্জে উঠলেন মমতা

“কালো দিন, কালো বিল“ লোকসভায় সংবিধান সংশোধনী বিল পেশ হওয়ার পরেই গর্জে উঠলেন বাংলা মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (TMC)...

দেশে ফেরা হল না! আফগানিস্তানে বাসে ভয়াবহ আগুন লেগে মৃত ৭৮ যাত্রী

ভয়াবহ দুর্ঘটনা আফগানিস্তানে। ট্রাক ও মোটর সাইকেলের সংঘর্ষে জ্বলে উঠল আগুন। বিধ্বংসী অগ্নিকাণ্ড যাত্রীবোঝাই বাসে। মৃত্যু হয়েছে কমপক্ষে...
Exit mobile version