Thursday, August 21, 2025

মাদ্রাসায় শিক্ষক নিয়োগ নিয়ে রাজ্যের আইনকেই মান্যতা দিল সুপ্রিম কোর্ট

Date:

মাদ্রাসায় শিক্ষক নিয়োগ নিয়ে দেশের সর্বোচ্চ আদালতে বড়সড় সাফল্য পেল রাজ্য সরকার৷ এই শিক্ষক নিয়োগে রাজ্যের তৈরি করা আইনকেই মান্যতা দিল সুপ্রিম কোর্ট।সোমবার শীর্ষ আদালত কলকাতা হাইকোর্টের রায়কে খারিজ করে দিয়েছে৷ শীর্ষ আদালত জানিয়েছে, ২০০৮ সালে রাজ্য সরকার যে মাদ্রাসা সার্ভিস কমিশন আইন তৈরি করেছে, তা সম্পূর্ণ বৈধ।
আজ বিচারপতি অরুণ মিশ্র ও বিচারপতি ললিতের বেঞ্চ নিজেদের রায়ে জানিয়েছেন, সাংবাধানিকভাবে বৈধ পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন আইন ২০০৮। এখনও পর্যন্ত মাদ্রাসা পরিচালন সমিতি যাঁদের শিক্ষক হিসেবে নিয়োগ করেছে, বৃহত্তর স্বার্থে তাঁদের নিয়োগ বহাল থাকবে। এরই পাশাপাশি আদালত আরও জানিয়েছে যে, সরকার বা যে সংগঠন সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে আর্থিক সাহায্য দিচ্ছে, তারা শুধু শিক্ষকের নাম প্রস্তাবই নয়, সরাসরি শিক্ষক নিয়োগ করতে পারবে।
প্রসঙ্গত, ২০০৮ সালে বামফ্রন্ট সরকারের আমলে তৈরি হয়েছিল পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন৷ তৎকালীন রাজ্য সরকারের সিদ্ধান্ত ছিল, এই সার্ভিস কমিশনই সব মাদ্রাসায় শূন্য পদে শিক্ষক নিয়োগ করবে৷ এর আগে বাম সরকারের আমলেই ২০০৭ সালে রাজ্যের ৬১৪টি মাদ্রাসাকে সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা দেওয়া হয়েছিল৷সংবিধানের ৩০ ধারায় উল্লেখ রয়েছে সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠান গঠন ও তার পরিচালনার সম্পূর্ণ অধিকার থাকবে সংখ্যালঘুদের প্রতিনিধিদের উপরেই৷

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version