Thursday, May 8, 2025

শীতের সকালেও কপালে ঘাম জমল বিনপুরবাসীর। কারণ, সেখানকার মোহনপুরের মালাবতী জঙ্গলের পাশে কাদা মাটিতে মিলল বন্য পশুর পায়ের ছাপ। আর স্থানীয়দের মতে, সেটি বাঘের পায়ের ছাপ। বিনপুর থানার কাঁকো মোহনপুরের মালাবতী জঙ্গলের পাশে একটি সর্ষে খেতে অজ্ঞাত প্রাণীর পায়ের ছাপ দেখতে পান স্থানীয়রা। বাঘের পায়ের ছাপ সন্দেহে মোহনপুরের আশপাশের গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। যায় বিনপুর থানার পুলিশও। পায়ের ছাপ পরীক্ষা করেন বনকর্মীরা। সুন্দরবন থেকে বিশেষজ্ঞরা যাচ্ছেন ঘটনাস্থলে। পাতা হচ্ছে ফাঁদও। একই সঙ্গে ট্র্যাপ ক্যামেরাও লাগানো হবে জঙ্গল জুড়ে। তবে, অনেকের অনুমান বাঘ নয় রয়েছে বাঘিনী। এবং সঙ্গে তার শাবক রয়েছে বলেও ধারণা।

২০১৭-তে ঝাড়গ্রামের লালগড়ে বাঘের আতঙ্ক ছড়ায়। সেই সময়ই পাগ মার্কটিকে বাঘের বলে মনে করেনি বন দফতর। এরপর ট্র্যাপ ক্যামেরায় বাঘের ছবি ধরা পড়ে। বাঘ ধরার জন্য লালগড়ে বসানো হয় খাঁচা। কিন্তু শেষ পর্যন্ত আদিবাসী শিকার উৎসবে শিকার হয় পূর্ণবয়স্ক বাঘটি। সেই কারণেই এবার বিনপুরে পাওয়া পাগমার্ক নিয়ে সতর্ক বন দফতর। স্থানীয়দের জঙ্গলে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অজ্ঞাত প্রাণীটির পায়ের ছাপ এবং অন্যান্য নমুনা সংগ্রহ করে রাজ্য বন দফতরকে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ডিএফও।

আরও পড়ুন-JNU কাণ্ড: কাঁদছেন অভিনেত্রী, ফুঁসছে বলিউড!

Related articles

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৮ মে (বৃহস্পতিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকাদিল্লিতে লিটার প্রতি...

উপাচার্য নিয়োগ মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা আচার্যের! দেরির কারণ সিল বন্ধ খামে জানানোর নির্দেশ

সুপ্রিম কোর্টের (Supreme Court) বেঁধে দেওযা সময়ের মধ্যেও কেন রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ হয়নি। আচার্য তথা রাজ্যপাল সি...

ভারতে ২৭টি বিমানবন্দর বন্ধ, বাতিল ৪৩০ উড়ান! পাকিস্তানেও নিষেধাজ্ঞা জারি

ভারত-পাকিস্তান(IND-PAK) অশান্তির মধ্যে বহু বিমানবন্দর(Air Port) বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে অসামরিক বিমান(Aircraft) পরিবহন মন্ত্রক। এখনও পর্যন্ত ২৭টি বিমানবন্দর(Air...

কলকাতায় পর পর অগ্নিকাণ্ডের জের, কড়া নির্দেশিকা জারি পুর ও নগরোন্নয়ন দফতরের

সম্প্রতি কলকাতায়(Kolkata) পর পর অগ্নিকাণ্ডে(Fire Incident) প্রাণহানি ঘটনার জেরে বাণিজ্যিক ভবনগুলিতে অগ্নি সুরক্ষা বিধি নিয়ে কঠোর অবস্থান নিয়েছে...
Exit mobile version