Sunday, November 9, 2025

দিল্লির ভোটেও বিজেপির শোচনীয় হার, বলছে সমীক্ষা, কণাদ দাশগুপ্তের কলম

Date:

কণাদ দাশগুপ্ত

নিজেদের অবস্থানে ‘অনড়’ ভারতীয় জনতা পার্টি৷
২০১৯ সালে যেখানে শেষ করেছে, ঠিক সেখান থেকেই শুরু করতে চলেছে ২০২০ সাল৷ মহারাষ্ট্র, ঝাড়খণ্ডের পর এবার দিল্লিতেও নিভে যাওয়ার পথে গেরুয়া- দেউটি৷

২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিপুল জয়ের পর বিধানসভা নির্বাচনগুলিতে কিছুতেই নিজেদের ভাবমূর্তি ধরে রাখতে পারছেন না মোদি-শাহ৷ পরের পর ভেঙ্গে পড়ছে বিজেপি- দুর্গ৷ নাগরিকত্ব আইন আর NRC, NPR নিয়ে গোটা দেশ যখন ফুঁসছে, সেই সন্ধিক্ষণেই সামনে এসেছে রাজধানী দিল্লির বিধানসভা নির্বাচন৷ মোদি-শাহ দিল্লির ভোটে গেরুয়া পতাকা তুলতে পারলে বিব্রতকর পরিস্থিতি কিছুটা কাটাতে পারতেন৷ কিন্তু তেমন আর হচ্ছে কোথায়?

বিজেপির চিন্তা লাখো গুন বাড়িয়ে দিল্লি বিধানসভা নির্বাচনের ভোট-পূর্ব সমীক্ষা জানালো, আগামী 11ফেব্রুয়ারি, দিল্লি- ভোটের ফলপ্রকাশের দিনটি হবে মোদি-শাহের রাজনৈতিক জীবনের কালো দিন৷ দিল্লিতে শোচনীয়ভাবে পরাজিত হতে চলেছে বিজেপি৷ ২০১৪ সালে মোদি প্রথমবার ক্ষমতায় আসার পর, ২০১৫-র দিল্লির ভোটে বিজেপি মাত্র 3টি আসন পেয়েছিলো ৷ ২০১৯ সালে দ্বিতীয়বার সেই মোদি-ই প্রধানমন্ত্রী হওয়ার পর, ২০২০ সালের দিল্লির ভোটেও বিজেপি হালে পানি পাচ্ছে না৷ তবে আসনসংখ্যা বৃদ্ধি পেতে পারে৷ ২০১৫তে পাওয়া বিজেপির ৩টি আসন, ২০২০ সালে বেড়ে দাঁড়াতে পারে ৮ আসনে৷ দিল্লি বিধানসভার মোট আসনসংখ্যা ৭০টি৷

দিল্লি বিধানসভা নির্বাচনের দিন ঘোষনার পরই সেখানে ‘ভোট-পূর্ব সমীক্ষা’ চালায় C-VOTER সংস্থা ৷ সেই সমীক্ষার রিপোর্ট বলছে, কেজরি-মুক্ত দিল্লি তো দূরের কথা, এবারও দিল্লিতে নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াই-ই করতে হবে কেন্দ্রের শাসক দল বিজেপিকে৷ গত ২০১৫-র দিল্লির ভোটে ৭০ টি আসনের মধ্যে একক ভাবে AAP পেয়েছিল ৬৭ আসন। বিজেপি পেয়েছিল ৩ আসন। এবারের দিল্লি বিধানসভা নির্বাচন বিজেপি’র কাছে যথেষ্টই গুরুত্বপূর্ণ৷ দিল্লি নির্বাচন গেরুয়া শিবিরের কাছে সম্মান রক্ষার লড়াই।

C-VOTER-এর জনমত সমীক্ষা বলছে, দিল্লিবাসী পত্রপাঠ বিদায় করতে চলেছে ভারতীয় জনতা পার্টিকে৷ বিজেপি এবার দিল্লিতে ১০টিরও কম আসন লাভ করতে পারে৷ এবং নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে তৃতীয়বারের জন্য সরকার গঠন করতে পারে AAP বা আম আদমি পার্টি৷
সমীক্ষায় বলা হয়েছে, ৮ ফেব্রুয়ারি ৭০ আসনের দিল্লি বিধানসভা নির্বাচনে ৫৯টি আসন লাভ করতে পারে আম আদমি পার্টি৷ টিমটিম করে জ্বলবে বিজেপির প্রদীপ৷ কোনওক্রমে ৮ টি আসনে জয় মিলতে পারে গেরুয়া শিবিরের। কংগ্রেসের কপাল আরও খারাপ৷ পেতে পারে ৩ টি আসন। ২০১৫-তে অবশ্য খাতা খুলতেই ব্যর্থ হয়েছিলো কংগ্রেস৷

সমীক্ষা বলছে, AAP এবার ৫৪ থেকে ৬৪ টি আসন লাভ করতে পারে। আনুমানিক ৫৯ টি আসনে AAP-র জয় নিশ্চিত। বিজেপিকে ৩ থেকে ১৩ টি আসনের মধ্যেই থাকতে হবে। কংগ্রেস পেতে পারে ০ থেকে ৬টি আসন।

শুধু আসনপ্রাপ্তির নিরিখেই নয়, প্রাপ্ত ভোট-শতাংশেও বিজেপির থেকে বেশ কয়েক গুন এগিয়ে আম আদমি পার্টি। বিজেপি আসন্ন দিল্লির ভোটে মেরেকেটে ২৬ শতাংশ ভোট পেতে পারে৷ উল্টোদিকে মোদি-শাহের থেকে প্রায় দ্বিগুণ এগিয়ে কেজরিওয়ালের আম আদমি পার্টি৷ AAP পেতে পারে ৫৪ শতাংশ ভোট। কংগ্রেস ৫% ভোট পেতে পারে।

দিল্লির আগামী মুখ্যমন্ত্রী নিয়েও C-VOTER সমীক্ষা করেছে৷ সেখানেও আম আদমি পার্টির থেকে কয়েক যোজন পিছিয়ে বিজেপি। দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকেই ফের মুখ্যমন্ত্রী পদে পছন্দ করেছেন ৭০% দিল্লিবাসী৷ অন্যদিকে, বিজেপি’র হর্ষবর্ধনকে মাত্র ১০ শতাংশ ভোটার এই পদে চেয়েছেন৷ দিল্লি বিজেপির সভাপতি মনোজ তিওয়ারিকে মুখ্যমন্ত্রী হিসেবে পছন্দ করেছেন মাত্র ১% দিল্লিবাসী৷
কংগ্রেসের অজয় মাকেনকে পছন্দ করেছেন ৭.১% মানুষ৷

C-VOTER-এর এই সমীক্ষায় উদ্বিগ্ন গেরুয়া নেতারা৷। এ ধরনের সমীক্ষা অনেকক্ষেত্রেই মেলেনা৷ এটাই এখন বিজেপি’র একমাত্র ভরসা৷ তবে AAP-এর সঙ্গে বিজেপি’র যতখানি ফারাক দেখা যাচ্ছে, তা মেক-আপ করা কার্যত অসম্ভব বলেই মনে করছে অতি-সক্রিয় বিজেপি-প্রেমীও৷

আরও পড়ুন-রাষ্ট্রসঙ্ঘের বৈঠকে ইরানের বিদেশমন্ত্রীকে আটকাতে কী করল আমেরিকা?

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version