Saturday, January 31, 2026

একই সময়ে ৪জনের ফাঁসি! কীভাবে?

Date:

Share post:

নির্ভয়াকাণ্ডে দোষীদের সাজা কার্যকর করার দিন ঘোষণা করেছে পাটিয়ালা হাউজ কোর্ট। ২২ জানুয়ারি সকাল সাতটায় ফাঁসি কার্যকর করা নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু বেশ কয়েকটা প্রশ্ন ইতিমধ্যেই সামনে এসেছে।

আদালতের নির্দেশ অনুযায়ী, ২২ জানুয়ারি সকাল সাতটায় ৪জনের ফাঁসির সাজা কার্যকর করতে হবে। এখানেই প্রশ্ন উঠছে, কীভাবে সময় মেনে একসঙ্গে চারজনের ফাঁসি হবে। ফাঁসি অনুষ্ঠান নয়, যে সাত থেকে শুরু হয়ে চলতে থাকবে। একই সঙ্গে সময় মিলিয়ে ফাঁসি দিতে হয়। ভারতের জেলের পরিকাঠামো অনুযায়ী, একসঙ্গে এক বা দুজনকে ফাঁসি দেওয়া যায়। সেখানে কীভাবে একসঙ্গে ৪জনের ফাঁসি হবে। তাহলে আগে কোন দুজনকে ফাঁসির দড়ি পরানো হবে? কীভাবে নাম নির্বাচন হবে ?

যে দুজনের ফাঁসি পরে দেওয়া হবে, তাদের উপর অপরিসীম মানসিক চাপ পড়বে। সেটাই বা কীভাবে সামলানো হবে। কারণ ফাঁসির আসামীকে শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ থাকতে হয়।

এরপরে আসছে পরিকাঠামোর প্রশ্ন। স্বাধীনতার পর থেকে একসঙ্গে চারজনের ফাঁসির ঘটনা ঘটেছে বলে মনে করতে পারছেন না অনেকেই। সেক্ষেত্রে একসঙ্গে ৪জনকে একমঞ্চে ফাঁসি দেওয়ার ঘটনা সম্ভব নয় বলেই মত সব মহলের। এক্ষেত্রে তিহারের দুটি সেলকে ব্যবহার করা হতে পারে। দুটি ফাঁসির মঞ্চে দুজন করে চারজনকে একসময়ে ফাঁসির দড়িতে ঝোলানো যেতে পারে। কিন্তু সেখানে প্রশ্ন উঠছে ফাঁসুড়ে নিয়ে।

যেখানে ফাঁসুড়ে পাওয়া নিয়ে ইতিমধ্যেই তিহার কর্তৃপক্ষ নাজেহাল বলে খবর। অন্যান্য জেলের কাছে ফাঁসুড়ে চেয়েছে তারা। সেখানে একইসঙ্গে দুজন দক্ষ ফাঁসুড়ে পাওয়া যাবে কি? প্রশ্ন উঠেছে সেই নিয়েও। এখন সব রকম পদ্ধতিগত সমস্যার সমাধান করে নির্ভয়াকাণ্ডে দোষীদের ফাঁসির সাজা ২২ তারিখ সকালে ৭টায় কার্যকর হয় কি না, সেটাই দেখার।

spot_img

Related articles

ভোটার তালিকায় কারচুপির অভিযোগ: মাইক্রো অবজার্ভার নিয়োগ নিয়ে কমিশনকে কড়া চিঠি মুখ্যমন্ত্রীর

পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধন (SIR) প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম ও অসাংবিধানিক হস্তক্ষেপের অভিযোগ তুলে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ...

বন্ধ হতে চলেছে টেলিপর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’! বাড়ছে জল্পনা

জনপ্রিয়তা থেকে বিতর্ক, বারবার খবরের শিরোনামে থেকেছে জি বাংলার ধারাবাহিক 'চিরদিনই তুমি যে আমার'(Chirodini Tumi Je Aamar)। জিতু...

ভোটার তালিকায় ভুল রুখতে কড়া কমিশন, মাইক্রো অবজার্ভারদের কাঁধে নতুন দায়িত্ব

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে এবার আরও কঠোর অবস্থান নিল নির্বাচন কমিশন। স্পষ্ট জানানো...

বিভ্রান্ত জারি পিসিবির, টি২০ বিশ্বকাপের আগে নয়া জটিলতায় আইসিসি

টি২০ বিশ্বকাপ ( ICC T20 World Cup) শুরু হতে বাকি মাত্র কয়েকদিন কিন্ত তার আগে জটিলতা কিছুতেই কাটছে...