Thursday, August 21, 2025

এনআরসি, সিএএ-র বিরোধিতার পাশাপাশি আর্থিক মন্দা, কর্মসংস্থানের দাবি, রাষ্ট্রায়ত্ত সংস্থা বন্ধের প্রতিবাদের বুধবার দেশ জুড়ে ২৪ ঘণ্টার সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি। এ রাজ্যে বাম-কংগ্রেস সহ ২০টি দল ধর্মঘটকে সমর্থন করছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইস্যুভিত্তিক সমর্থন জানালেও ধর্মঘটকে সমর্থন করেননি। রাজ্যে সরকারি কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। ধর্মঘট আটকাতে কেন্দ্র বা রাজ্য সরকার যদি বল প্রয়োগ করে, তবে সর্বশক্তি দিয়ে প্রতিরোধ করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে বামেরা। ধর্মঘট ঘিরে স্বাভাবিক জনজীবন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

পরিবহন স্বাভাবিক রাখতে অতিরিক্ত সরকারি বাস চালানো হবে বলে পরিবহন দফতরের তরফে জানানো হয়েছে। বেসরকারি বাস, মিনিবাস, ট্যাক্সি ও ক্যাব পরিষেবাও সচল রাখতেও বৈঠক করেছে পরিবহন দফতর। ফেরি পরিষেবাও স্বাভাবিক রাখার চেষ্টা চলছে। পরিবহন সচল রাখতে সব রকমের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী।

বুধবারের ধর্মঘটে সব চেয়ে বেশি প্রভাব পড়তে পারে ট্রেন চলাচলে। পরিষেবা স্বাভাবিক রাখতে ধর্মঘটের দিন কোনও রকমের ছুটির আবেদন মঞ্জুর করা হবে না বলে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে রেল মন্ত্রক। ছুটি নিলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। এই নিয়ে কর্মীদের একাংশের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

আরও পড়ুন-‘অ্যাম্বুল্যান্স অন্য দিক দিয়ে নিয়ে যান’, সভামঞ্চ থেকে নির্দেশ দিলীপ ঘোষের

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version