স্টেশন থেকে ফেরিঘাট কিংবা ব্রিজ, হাওড়ায় ধর্মঘটের প্রভাব নেই

সামগ্রিকভাবে হাওড়া শহরে ধর্মঘটের কোনও প্রভাব পরল না। এদিন সকাল থেকেই গুরুত্বপূর্ণ হাওড়া স্টেশন হোক কিংবা হাওড়া ব্রিজ-ফেরিঘাট, সেভাবে নজর এলো না ধর্মঘটের প্রভাব।

অন্যান্য কাজের দিনের মতোই এদিনও হাওড়া স্টেশন চত্বরে মানুষের আনাগোনা ছিল। হাওড়া ব্রিজে সরকারি-বেসরকারি বাস থেকে শুরু করে ট্যাক্সি-ক্যাব-প্রাইভেট কার, সমস্ত কিছুরই অবাধ যাতায়াত নজরে এসেছে। হাওড়া থেকে কলকাতা ফেরি পারাপারও ছিল নিয়মিত। সেখানেও প্রচুর যাত্রী যাওয়া-আসা করেছে।

শুধু তাই নয়, হাওড়া চত্বরে বনধের সমর্থনে এদিন বামেদের কোন বড় ধরনের মিছিল কিংবা পিকেটিং লক্ষ্য করা যায়নি। কোনও উত্তেজনা বা গন্ডগোলের খবর আসেনি হাওড়া থেকে।

আরও পড়ুন-ট্রেনে জন্মানো সদ্যোজাতের পাশে রেল

Previous articleট্রেনে জন্মানো সদ্যোজাতের পাশে রেল
Next articleঅমর্ত্যর সাফ কথা, এখনই সুপ্রিম কোর্টের উচিত সিএএ বাতিল করা