Friday, November 14, 2025
কুণাল ঘোষ

অস্ট্রেলিয়ায় 10,000 উট হত্যার তীব্র বিরোধিতা করছি

দাবানলে বিধ্বস্ত অস্ট্রেলিয়া।
উট প্রচুর জল খায়। জলের খোঁজে ঢুকছে জনবসতিতে।
সেজন্য সরকার 10,000 উটকে মেরে ফেলার নির্দেশ দিয়েছে।
গুলি করে তাদের মারা হবে।
দাবানলে লক্ষ লক্ষ প্রাণীর মৃত্যুর পরেও এবার নতুন করে হত্যা।
উটগুলিকে গুলি করা হবে হেলিকপ্টার থেকেও। সাত দিন ধরে চলবে সরকারি প্রক্রিয়া।
দক্ষিণ অস্ট্রেলিয়ার আদিবাসী এলাকা ‘এপিওয়াই ল্যান্ডস’-এর প্রশাসন বলেছে, দাবানলের পর খরা মোকাবিলায় 10,000 উটকে মেরে ফেলা ছাড়া উপায় নেই।

হয়ত এই সিদ্ধান্ত কঠোর বাস্তব। হয়ত মানুষকে বাঁচাতে এই প্রাণীগুলিকে মারা ছাড়া উপায় নেই।

কিন্তু, তবু, এমন সিদ্ধান্তের প্রতিবাদ করছি।
এতদূর থেকে এমন প্রতিবাদে কিছু যায় আসে না।

মানুষ উন্নতি করছে।
কিন্তু দাবানল ঠেকাতে পারছে না।
দুর্ঘটনার পর পর্যাপ্ত জলের ব্যবস্থা করতে পারছে না।

জলের উপর অধিকার ফলাতে অন্য প্রাণীকে গুলি করে মারার সরকারি সিদ্ধান্ত হচ্ছে।

10,000 উটকে এখন মরতে হবে; যাতে তারা জল না চায়।

আবার প্রমাণিত, এই পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক প্রাণী হল মানুষ।

অস্ট্রেলিয়া প্রশাসনের লজ্জাজনক, কলঙ্কিত, অমানবিক সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ রইল।

Related articles

গণমাধ্যমই সাঁটিয়ে দিচ্ছে বাংলাদেশী তকমা! জবাব দিতে তৈরি বাংলা

পেশায় শ্রমিক। পেটের দায়ে তারা নানা জায়গায় ছোটেন। কাজের তাগিদে অন্যত্র গেলেই একশ্রেণির মিডিয়া চিৎকার করে ওঠে, ওই...

বিহারের ফলাফলে বাংলা নিয়ে মোদির স্বপ্ন ‘সেগুড়ে বালি’: ধুইয়ে দিল তৃণমূল

একদিকে যখন বিহারে নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে, তখন বাংলার বিজেপি নেতারা হঠাৎই আবির খেলা, মিষ্টিমুখে মেতে উঠেছেন। ফলাফল...

SIR আতঙ্কে মৃত্যু: পরিবারের পাশে তৃণমূল নেতৃত্ব

SIR–এর আতঙ্কে প্রায় এক সপ্তাহ আগে আত্মঘাতী হন মুর্শিদাবাদের কান্দি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাগডাঙা এলাকার বাসিন্দা মোহন...

দিল্লি বিস্ফোরণের জের: রাজ্যের বিশেষ বিশেষ স্থানে ঢেলে সাজছে নিরাপত্তা

রাজধানীতে গোয়েন্দা ব্যর্থতা স্পষ্ট। সেই সঙ্গে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রকের দিল্লি পুলিশও। দিনভর ঘাতক গাড়ি ঘুরে বেড়ালো, অথচ...
Exit mobile version