আপাতত কোহলি রাজ। তাঁকে ডিঙিয়ে যাওয়ার ক্ষমতা কারওর নেই। টেস্টে পৃথিবী সেরার তকমা পেয়েছেন। আইসিসি ক্রিকেট র্যাঙ্কিংয়ে ক্রমশ তিনি ধরা ছোঁওয়ার বাইরে চলে যাচ্ছেন। আবার তিনি আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষে, পয়েন্ট ৯২৮। অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ দ্বিতীয়, পয়েন্ট ৯১১, নিউজিল্যান্ডের লাবুসানে তৃতীয়, পয়েন্ট ৮২৭। ভারতের পূজারা আর রাহানে একটু পিছিয়ে গিয়ে যথাক্রমে ৬ ও ৯ নম্বরে রয়েছেন।
