টানা ৬বার জিজ্ঞাসাবাদ এড়ানোর পর শুক্রবার বিকেলে ইডির জেরার মুখোমুখি হলেন রোজভ্যালি সংস্থার গ্রেফতার হওয়া কর্তা গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রা কুণ্ডু। এদিন বিকেল তিনটে নাগাদ সিজিও কমপ্লেক্সে তিনি আসেন। তারপর দীর্ঘ জেরা শুরু হয়। জিজ্ঞাসাবাদের মূল বিষয়, রোজভ্যালির সম্পত্তির হদিশ দেওয়া। তিনি সংস্থার ডিরেক্টরও ছিলেন। ফলে তাঁর কাছে বহু তথ্য পাওয়া যাবে বলে ইডি কর্তাদের ধারণা। ফের তাঁকে ডাকা হতে পারে খবর।