শুরু হয়ে গেল এ বছরের গঙ্গসাগর মেলা। পুণ্যার্থীদের সবরকমের সাহায্য করতে প্রতিবছরই মেলায় উপস্থিত থাকেন শ্রী রামদেব মিলন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। তারা বিভিন্ন জায়গা থেকে আসা পুণ্যার্থীদের সহযোগিতা করে থাকেন।

শুক্রবার বাবুঘাটে এই সংস্থার একটি অনুষ্ঠানে যোগ দেন রাজ্যপাল জগদীপ ধনকড়। এরপর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “আমাদের দেশ ধর্মীয় ভাবাবেগে পূর্ণ এক দেশ। এখানে মানুষ এক হয়ে থাকতে ভালোবাসে। আর তাই গঙ্গাসাগর মেলা এতো জমজমাট হয়ে ওঠে”।
