তবে কি অভিনয় ছেড়ে মাস্টারশেফ হলেন আলিয়া?

তবে কি অভিনয় ছেড়ে মাস্টারশেফ হলেন আলিয়া? না আসলে মাস্টারশেফ নয়। তাঁর অবসর সময়। শুটিং থাকলে সময় পান না আলিয়া। সেই কারণে রান্না ঘরে ঢুকে রান্না করলেন তিনি। শুধু রান্না বললে ভুল হবে। এই রেসিপির পুষ্টিগুণ সম্পর্কেও জানালেন তিনি। আলিয়া ভাটের একটি ইউটিউব চ্যানেল রয়েছে। সেখানেই তাঁর এই রান্নার ভিডিও শেয়ার করেছেন তিনি।

দেখুন সেই ভিডিও…